বিনোদন ডেস্ক: অনেক দিনের বিরতি শেষে আবারও চলচ্চিত্রে ফিরছেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত অভিনেত্রী সিমলা। অনিক রহমান অভির সঙ্গে ‘আবেগ’ চলচ্চিত্রে জুটি বাঁধছেন তিনি। জানা যায়, ৯ জানুয়ারি থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হবে সিনেমাটির। এটি পরিচালনা করবেন নির্মাতা রাশেদ বিপ্লব। নতুন ছবি প্রসঙ্গে সিমলা বলেন, এর মধ্যে পরিচালকের সঙ্গে কথা চূড়ান্ত হয়ে গেছে। পা-ুলিপিতে সামান্য রদবদল করতে বলেছিলাম পরিচালককে, সেটাও তিনি করেছেন বলে শুনেছি। সব ঠিক থাকলে ৯ জানুয়ারি আমি শুটিং করব। সিমলা বলেন, গল্পটা স্যাড-রোমান্টিক। অনেক দিন হলো এই ধরনের ছবিতে অভিনয় করা হয়নি। দুই ঈদের মাঝামাঝি সময়ে পরিচালক ছবিটি মুক্তি দেবেন বলে জানিয়েছেন।