ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

আবাহনীর জার্সিতে মাঠ মাতানোর অপেক্ষায় কিংসলে

  • আপডেট সময় : ১১:২৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : এলিটা কিংসলের আবাহনী লিমিটেডে যোগ দেওয়ার খবর অনেক দিন ধরেই আলোচনার মধ্যে ছিল। নাইজেরিয়ান বংশোদ্ভুত বাংলাদেশি ফুটবলার অবশেষে আনুষ্ঠানিকভাবে চুক্তিও সেরে ফেলেছেন। যার ঘোষণা এসেছে আকাশি-নীল জার্সিধারিদের অফিসিয়াল ফেসবুক পেজে। কিংসলে এরইমধ্যে মারিও লেমসের অধীনে অনুশীলন শুরু করে দিয়েছেন। নতুন মৌসুমকে সামনে রেখে আগে থেকেই ফিটনেস নিয়ে কসরত করে যাচ্ছিলেন। ফেসবুক ভিডিওতে সেইসব ছবিও প্রদর্শন করে যাচ্ছিলেন। যার মূল কারণ অবশ্য নতুন দলের হয়ে নিজেকে সফলভাবে মেলে ধরা। বাংলাদেশে কিংসলের পথচলা শুরু ২০১০ সালে আরামবাগ ক্রীড়া সংঘ দিয়ে। তখন নাইজেরিয়ান স্ট্রাইকার পরিচয়ে কম আলো ছড়াননি। গত বছর তো বাংলাদেশি মেয়ে বিয়ে করে তার এখানকার নাগরিকত্ব প্রাপ্তির ঘটনা সবারই জানা। বসুন্ধরা কিংসের হয়ে গত মৌসুমে ২০টি ম্যাচ খেলেছেন। গোলসংখ্যা ২০। এরমধ্যে প্রিমিয়ার লিগে ১২ ম্যাচে রয়েছে ৬ গোল। তবে ৩৬৩ মিনিট মাঠে থাকা কিংসলে অধিকাংশ সময় বদলি খেলোয়াড় হিসেবেই নেমেছিলেন। এবার আবাহনী লিমিটেডে শুরুর একাদশে খেলতে চাইছেন। বাংলা ট্রিবিউনকে কিংসলে বলেছেন, ‘আমি আবাহনী লিমিটেডের হয়ে খেলবো। চুক্তিও সেরে ফেলেছি। অনুশীলন করে যাচ্ছি। নতুন মৌসুমে একাদশে শুরু থেকে খেলার লক্ষ্য। সেজন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আমি প্রস্তুত আছি।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আবাহনীর জার্সিতে মাঠ মাতানোর অপেক্ষায় কিংসলে

আপডেট সময় : ১১:২৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২

ক্রীড়া ডেস্ক : এলিটা কিংসলের আবাহনী লিমিটেডে যোগ দেওয়ার খবর অনেক দিন ধরেই আলোচনার মধ্যে ছিল। নাইজেরিয়ান বংশোদ্ভুত বাংলাদেশি ফুটবলার অবশেষে আনুষ্ঠানিকভাবে চুক্তিও সেরে ফেলেছেন। যার ঘোষণা এসেছে আকাশি-নীল জার্সিধারিদের অফিসিয়াল ফেসবুক পেজে। কিংসলে এরইমধ্যে মারিও লেমসের অধীনে অনুশীলন শুরু করে দিয়েছেন। নতুন মৌসুমকে সামনে রেখে আগে থেকেই ফিটনেস নিয়ে কসরত করে যাচ্ছিলেন। ফেসবুক ভিডিওতে সেইসব ছবিও প্রদর্শন করে যাচ্ছিলেন। যার মূল কারণ অবশ্য নতুন দলের হয়ে নিজেকে সফলভাবে মেলে ধরা। বাংলাদেশে কিংসলের পথচলা শুরু ২০১০ সালে আরামবাগ ক্রীড়া সংঘ দিয়ে। তখন নাইজেরিয়ান স্ট্রাইকার পরিচয়ে কম আলো ছড়াননি। গত বছর তো বাংলাদেশি মেয়ে বিয়ে করে তার এখানকার নাগরিকত্ব প্রাপ্তির ঘটনা সবারই জানা। বসুন্ধরা কিংসের হয়ে গত মৌসুমে ২০টি ম্যাচ খেলেছেন। গোলসংখ্যা ২০। এরমধ্যে প্রিমিয়ার লিগে ১২ ম্যাচে রয়েছে ৬ গোল। তবে ৩৬৩ মিনিট মাঠে থাকা কিংসলে অধিকাংশ সময় বদলি খেলোয়াড় হিসেবেই নেমেছিলেন। এবার আবাহনী লিমিটেডে শুরুর একাদশে খেলতে চাইছেন। বাংলা ট্রিবিউনকে কিংসলে বলেছেন, ‘আমি আবাহনী লিমিটেডের হয়ে খেলবো। চুক্তিও সেরে ফেলেছি। অনুশীলন করে যাচ্ছি। নতুন মৌসুমে একাদশে শুরু থেকে খেলার লক্ষ্য। সেজন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আমি প্রস্তুত আছি।’