ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

আবাসন সংকটে ভুগছে স্পেন, দেশজুড়ে বিক্ষোভ

  • আপডেট সময় : ০৫:৫৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

আবাসন সংকটে অতিষ্ট হয়ে রাস্তায় নেমেছে স্পেনবাসী। ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক: আকাশচুম্বী বাড়িভাড়া ও তীব্র আবাসন সংকটে ভুগছে স্পেন। এর প্রতিবাদে শনিবার (৫ এপ্রিল) দেশের ৪০টি শহরে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাজধানী শহর মাদ্রিদে প্রায় দেড় লাখ মানুষের সমাবেশ হয়েছিল বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দাদের সংগঠন। আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল, সরকার পরিচালনায় যে-ই থাকুক, জনগণের আবাসন অধিকার রক্ষা করতে হবে।

ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনকারী দেশ হচ্ছে স্পেন। তাদের অর্থনৈতিক চালিকাশক্তিতে ব্যাপক অবদান রেখেছে পর্যটন খাত। অথচ এই পর্যটনই যেন প্রায় এক দশক ধরে আবাসন সুবিধা নিয়ে হিমশিম খাওয়া স্পেন সরকারের গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে।

স্পেনের শ্রমবাজারে ঘাটতি মেটাতে এবং অর্থনীতি সচল রাখতে পর্যটক ও অভিবাসীদের আকৃষ্ট করা সরকারের জন্য প্রয়োজনীয় একটি পদক্ষেপ। কিন্তু এই কাজ করতে গিয়ে গড়পড়তা নাগরিকের জন্য সুলভ বাড়িভাড়া নিশ্চিত করা সরকারের জন্য ক্রমশ বৃহত্তর চ্যালেঞ্জ হয়ে উঠছে।

স্পেনের আবাসন ও সম্পদ বিষয়ক ওয়েবসাইট আইডিয়ালিস্তা থেকে জানা যায়, বিগত এক দশকে দেশটিতে বাড়িভাড়া গড়পড়তা ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অথচ মানুষের আয় বৃদ্ধির হার এরচেয়ে অনেক কম। এদিকে, কোভিড মহামারির পর থেকে ভাড়া পাওয়ার মতো বাড়ির সংখ্যাও অর্ধেকে নেমে এসেছে।

৬৫ বছর বয়সী মারগারিতা আইজপুরু অভিযোগ করেছেন, পর্যটকদের থাকার জায়গা বানাতে আমাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি যে এলাকায় থাকেন, লাভাপিয়েস, সেখানকার শ’ খানেক পরিবার সংবাদমাধ্যমকে জানিয়েছে, বাড়ির মালিকরা তাদের সঙ্গে ভাড়ার চুক্তি নবায়ন করতে অসম্মতি জানিয়েছেন। ফলে তাদের এখন নতুন বাসস্থান খুঁজতে হবে।

গৃহস্থ মালিকদের সংগঠন ও বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান নিয়মকানুনের জন্য দীর্ঘমেয়াদে বাড়িভাড়া দেওয়ার ধারণাটিই নিরুৎসাহিত করছে। কারণ বাড়ি মালিকরা দেখছেন, পর্যটক বা বিদেশিদের কাছে কয়েকদিন বা কয়েক মাসের জন্য বাড়ি ভাড়া দেওয়া বেশি লাভজনক ও প্রায় ঝামেলামুক্ত।

উল্লেখ্য, কেবল গত বছরই স্পেনে প্রায় সাড়ে নয় কোটি পর্যটক গিয়েছেন, সংখ্যার বিচারে যা এখন পর্যন্ত বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। সেই সঙ্গে, হাজার হাজার অভিবাসীও দেশটিতে এসেছেন। ফলে, দেশটিতে ইতোমধ্যে প্রায় পাঁচ লাখ বাড়ির সংকটে পড়েছে বলে জানিয়েছে ব্যাংক অব স্পেন।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আবাসন সংকটে ভুগছে স্পেন, দেশজুড়ে বিক্ষোভ

আপডেট সময় : ০৫:৫৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: আকাশচুম্বী বাড়িভাড়া ও তীব্র আবাসন সংকটে ভুগছে স্পেন। এর প্রতিবাদে শনিবার (৫ এপ্রিল) দেশের ৪০টি শহরে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাজধানী শহর মাদ্রিদে প্রায় দেড় লাখ মানুষের সমাবেশ হয়েছিল বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দাদের সংগঠন। আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল, সরকার পরিচালনায় যে-ই থাকুক, জনগণের আবাসন অধিকার রক্ষা করতে হবে।

ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনকারী দেশ হচ্ছে স্পেন। তাদের অর্থনৈতিক চালিকাশক্তিতে ব্যাপক অবদান রেখেছে পর্যটন খাত। অথচ এই পর্যটনই যেন প্রায় এক দশক ধরে আবাসন সুবিধা নিয়ে হিমশিম খাওয়া স্পেন সরকারের গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে।

স্পেনের শ্রমবাজারে ঘাটতি মেটাতে এবং অর্থনীতি সচল রাখতে পর্যটক ও অভিবাসীদের আকৃষ্ট করা সরকারের জন্য প্রয়োজনীয় একটি পদক্ষেপ। কিন্তু এই কাজ করতে গিয়ে গড়পড়তা নাগরিকের জন্য সুলভ বাড়িভাড়া নিশ্চিত করা সরকারের জন্য ক্রমশ বৃহত্তর চ্যালেঞ্জ হয়ে উঠছে।

স্পেনের আবাসন ও সম্পদ বিষয়ক ওয়েবসাইট আইডিয়ালিস্তা থেকে জানা যায়, বিগত এক দশকে দেশটিতে বাড়িভাড়া গড়পড়তা ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অথচ মানুষের আয় বৃদ্ধির হার এরচেয়ে অনেক কম। এদিকে, কোভিড মহামারির পর থেকে ভাড়া পাওয়ার মতো বাড়ির সংখ্যাও অর্ধেকে নেমে এসেছে।

৬৫ বছর বয়সী মারগারিতা আইজপুরু অভিযোগ করেছেন, পর্যটকদের থাকার জায়গা বানাতে আমাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি যে এলাকায় থাকেন, লাভাপিয়েস, সেখানকার শ’ খানেক পরিবার সংবাদমাধ্যমকে জানিয়েছে, বাড়ির মালিকরা তাদের সঙ্গে ভাড়ার চুক্তি নবায়ন করতে অসম্মতি জানিয়েছেন। ফলে তাদের এখন নতুন বাসস্থান খুঁজতে হবে।

গৃহস্থ মালিকদের সংগঠন ও বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান নিয়মকানুনের জন্য দীর্ঘমেয়াদে বাড়িভাড়া দেওয়ার ধারণাটিই নিরুৎসাহিত করছে। কারণ বাড়ি মালিকরা দেখছেন, পর্যটক বা বিদেশিদের কাছে কয়েকদিন বা কয়েক মাসের জন্য বাড়ি ভাড়া দেওয়া বেশি লাভজনক ও প্রায় ঝামেলামুক্ত।

উল্লেখ্য, কেবল গত বছরই স্পেনে প্রায় সাড়ে নয় কোটি পর্যটক গিয়েছেন, সংখ্যার বিচারে যা এখন পর্যন্ত বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। সেই সঙ্গে, হাজার হাজার অভিবাসীও দেশটিতে এসেছেন। ফলে, দেশটিতে ইতোমধ্যে প্রায় পাঁচ লাখ বাড়ির সংকটে পড়েছে বলে জানিয়েছে ব্যাংক অব স্পেন।