ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

আবার মুখোমুখি ভারত-পাকিস্তান, হাত মেলানো নিয়ে যে বার্তা বিসিসিআইয়ের

  • আপডেট সময় : ১০:০০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: সদ্য সমাপ্ত এশিয়া কাপে আলোচনা-সমালোচনার অন্যতম বড় উপকরণ ছিল ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের হাত না মেলানো। এই হ্যান্ডশেক বিতর্ককে কেন্দ্র করে ম্যাচ বয়কটের মতো পরিস্থিতি পর্যন্ত সৃষ্টি হয়েছিল। এখন চলছে নারী ওয়ানডে বিশ্বকাপ। যেখানে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই ম্যাচের আগে ক্রিকেটারদের সতর্ক করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের ক্রিকেটারেরা। টসের পর তো বটেই, এমনকি খেলা শেষেও তাদের মাঝে করমর্দন হয়নি। চ্যাম্পিয়ন হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের কাছ থেকে ট্রফিও নেননি সূর্যকুমার যাদবেরা। সেই বিতর্ক এখনও চলছে। এর মধ্যে পাওয়া গেছে নতুন খবর। ছেলেদের মতো একই কাজ করতে দেখা যাবে হারমানপ্রীত কৌরদেরও।

আগামী রোববার (৫ অক্টোবর) শ্রীলঙ্কার কলম্বোয় পাকিস্তানের নারী দলের মুখোমুখি হবে ভারত। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, বোর্ড স্পষ্ট নির্দেশ দিয়েছে, পাকিস্তানের ক্রিকেটাদের সাথে হাত মেলানো যাবে না। প্রতিবেদনে বলা হয়েছে, “বিশ্বকাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা হাত মেলাবেন না। বোর্ডের কর্তারা দলকে এই বার্তা দিয়ে দিয়েছেন। সেই কথা মেনে চলবেন ক্রিকেটাররা।”

অর্থাৎ রোববারের ম্যাচেও করমর্দন দেখা যাবে না হারমানপ্রীত কৌর ও ফাতিমা সানার মধ্যে। তবে ‘বিবিসি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়ে ধোঁয়াশা রেখেছেন বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া। তিনি বলেন, “আমি এখনই কিছু বলব না। তবে ওদের সঙ্গে আমার সম্পর্ক একই রয়েছে। তাতে কোনো বদল হয়নি। সব নিয়ম মেনে কলম্বোতে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। আমি শুধু এটাই বলতে পারি যে এমসিসি-র সব নিয়ম মানা হবে। তবে হ্যান্ডশেক বা আলিঙ্গন হবে কিনা সেই বিষয়ে এখনই কিছু স্পষ্ট করতে পারছি না।”

শইকীয়ার কথা শুনে জল্পনা শুরু হয়েছে, তবে কি দু’দেশের নারী ক্রিকেটারেরা একে অপরের সঙ্গে হাত মেলাবেন? তা হয়তো হবে না। শইকীয় ক্রিকেটের নিয়মের কথা বলেছেন। ক্রিকেটের নিয়মে কোথাও লেখা নেই যে হাত মেলানো বাধ্যতামূলক। এটা ক্রিকেটের সৌজন্য। ফলে হাত না মেলালেও নিয়ম ভাঙবে না ভারত।

শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের শুরু করেছে ভারত। সেই ম্যাচের পর সাংবাদিক বৈঠকে ভারতের ক্রিকেটার আমনজ্যোৎ কৌরকে প্রশ্ন করা হয়েছিল, পাকিস্তানের সঙ্গে কি তারা হাত মেলাবেন? এই প্রশ্নের কোনো জবাব আমনজ্যোৎ দেননি। তিনি বলেন, একটা করে ম্যাচ ধরে এগোচ্ছি। এই ম্যাচ শেষ হয়েছে। আমরা জিতেছি। এটাই বড় কথা।

এসি/আপ্র/০২/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আবার মুখোমুখি ভারত-পাকিস্তান, হাত মেলানো নিয়ে যে বার্তা বিসিসিআইয়ের

আপডেট সময় : ১০:০০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

স্পোর্টস ডেস্ক: সদ্য সমাপ্ত এশিয়া কাপে আলোচনা-সমালোচনার অন্যতম বড় উপকরণ ছিল ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের হাত না মেলানো। এই হ্যান্ডশেক বিতর্ককে কেন্দ্র করে ম্যাচ বয়কটের মতো পরিস্থিতি পর্যন্ত সৃষ্টি হয়েছিল। এখন চলছে নারী ওয়ানডে বিশ্বকাপ। যেখানে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই ম্যাচের আগে ক্রিকেটারদের সতর্ক করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের ক্রিকেটারেরা। টসের পর তো বটেই, এমনকি খেলা শেষেও তাদের মাঝে করমর্দন হয়নি। চ্যাম্পিয়ন হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের কাছ থেকে ট্রফিও নেননি সূর্যকুমার যাদবেরা। সেই বিতর্ক এখনও চলছে। এর মধ্যে পাওয়া গেছে নতুন খবর। ছেলেদের মতো একই কাজ করতে দেখা যাবে হারমানপ্রীত কৌরদেরও।

আগামী রোববার (৫ অক্টোবর) শ্রীলঙ্কার কলম্বোয় পাকিস্তানের নারী দলের মুখোমুখি হবে ভারত। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, বোর্ড স্পষ্ট নির্দেশ দিয়েছে, পাকিস্তানের ক্রিকেটাদের সাথে হাত মেলানো যাবে না। প্রতিবেদনে বলা হয়েছে, “বিশ্বকাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা হাত মেলাবেন না। বোর্ডের কর্তারা দলকে এই বার্তা দিয়ে দিয়েছেন। সেই কথা মেনে চলবেন ক্রিকেটাররা।”

অর্থাৎ রোববারের ম্যাচেও করমর্দন দেখা যাবে না হারমানপ্রীত কৌর ও ফাতিমা সানার মধ্যে। তবে ‘বিবিসি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়ে ধোঁয়াশা রেখেছেন বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া। তিনি বলেন, “আমি এখনই কিছু বলব না। তবে ওদের সঙ্গে আমার সম্পর্ক একই রয়েছে। তাতে কোনো বদল হয়নি। সব নিয়ম মেনে কলম্বোতে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। আমি শুধু এটাই বলতে পারি যে এমসিসি-র সব নিয়ম মানা হবে। তবে হ্যান্ডশেক বা আলিঙ্গন হবে কিনা সেই বিষয়ে এখনই কিছু স্পষ্ট করতে পারছি না।”

শইকীয়ার কথা শুনে জল্পনা শুরু হয়েছে, তবে কি দু’দেশের নারী ক্রিকেটারেরা একে অপরের সঙ্গে হাত মেলাবেন? তা হয়তো হবে না। শইকীয় ক্রিকেটের নিয়মের কথা বলেছেন। ক্রিকেটের নিয়মে কোথাও লেখা নেই যে হাত মেলানো বাধ্যতামূলক। এটা ক্রিকেটের সৌজন্য। ফলে হাত না মেলালেও নিয়ম ভাঙবে না ভারত।

শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের শুরু করেছে ভারত। সেই ম্যাচের পর সাংবাদিক বৈঠকে ভারতের ক্রিকেটার আমনজ্যোৎ কৌরকে প্রশ্ন করা হয়েছিল, পাকিস্তানের সঙ্গে কি তারা হাত মেলাবেন? এই প্রশ্নের কোনো জবাব আমনজ্যোৎ দেননি। তিনি বলেন, একটা করে ম্যাচ ধরে এগোচ্ছি। এই ম্যাচ শেষ হয়েছে। আমরা জিতেছি। এটাই বড় কথা।

এসি/আপ্র/০২/১০/২০২৫