ক্রীড়া ডেস্ক: দীর্ঘ বিরতির পর আন্তজার্তিক ফুটবলের স্বাদ নেওয়ার অপেক্ষায় ছিলেন নেইমার। তার সেই আশা আপাতত শেষ। চোট জর্জর ক্যারিয়ারে সবশেষ ধাক্কায় বিশ্বকাপ বাছাইয়ে দেশের সামনের দুই ম্যাচের দল থেকে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান তারকা। তার জায়গায় ডাক পেয়েছেন তরুণ সেনসেশন এন্দ্রিক। কিছুদিন পর ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এর জন্য গত বৃহস্পতিবার দল ঘোষণা করেন কোচ দরিভাল জুনিয়র। প্রায় ১৭ মাস পর সেই স্কোয়াডে ডাক পেয়েছিলেন নেইমার।
মাঝের ওই লম্বা সময় চোটের কারণে বাইরে ছিলেন তিনি। হাঁটুর ওই চোট থেকে সেরে ওঠার পর তার ঠিকানাও বদলে যায়। সৌদি আরবের ক্লাব আল হিলালে হতাশায় মোড়া অধ্যায় শেষে গত মাসে তিনি যোগ দেন ব্রাজিলের ক্লাব সান্তোসে। শৈশবের ক্লাবে শুরুটা বেশ ভালোই হয় নেইমারের। দ্বিতীয় মেয়াদে সান্তোসের হয়ে সাত ম্যাচে তিনটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন নেইমার। কিন্তু আবারও চোটের ছোবলে তার পুনরায় দলের নায়ক হয়ে ওঠার আশা ভেস্তে যাওয়ার শঙ্কায়। গত সোমবার পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে করিন্থিনিয়ান্সের বিপক্ষে সান্তোসের স্কোয়াডে ছিলেন না নেইমার। শুরুতে তার চোট নিয়ে পরিষ্কার ধারণা না মিললেও, পরে জানা যায় পেশির সমস্যায় ভুগছেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।
নেইমারের শূন্যতা পূরণে রেয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড এন্দ্রিককে ডেকেছেন ব্রাজিল কোচ। এছাড়া পোস্টে ম্যানচেস্টার সিটির এদেরসনের পরিবর্তে অলিম্পিক লিওঁর লুকাস পেরি ও রক্ষণে ফ্লামঙ্গোর দানিলোর জায়গায় একই ক্লাবের আলেক্স সান্দ্রোকে দলে ডাকার কথা শুক্রবার ব্রাজিল ফুটবল কনফেডারেশনের বিবৃতিতে জানান কোচ দরিভাল। “কয়েক দিন ধরে ব্রাজিল জাতীয় দলের চিকিৎসকরা খেলোয়াড়দের শারীরিক অবস্থা নিয়ে নিয়মিত আমাদের জানাচ্ছিল, বিশেষ করে দানিলো, নেইমার ও এদেরসনের বিষয়ে।” “তাদের অবস্থা পর্যালোচনার পর, জাতীয় দলের চিকিৎকসকরা প্রত্যেক খেলোয়াড়ের শারীরিক অবস্থা আমাদের জানিয়েছে।
সেই বিবেচনায় আমরা লিওঁর লুকাস পেরি, ফ্লামেঙ্গোর আলেক্স সান্দ্রো ও রেয়াল মাদ্রিদের এন্দ্রিককে ডেকেছি।” বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের এখন পর্যন্ত পারফরম্যান্স মোটেও সুখকর নয়। ১২ রাউন্ড শেষে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ব্রাজিল, শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে তারা ৭ পয়েন্ট পিছিয়ে। ১০ দলের তালিকার শীর্ষ ৬ দল সরাসরি বিশ্বকাপে টিকেট পাবে। বাংলাদেশ সময় আগামী ২১ মার্চ ভোরে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। পাঁচ দিন পর তারা খেলবে আর্জেন্টিনার মাঠে।