ক্রীড়া ডেস্ক : ২০২২ সালে দ্বিতীয়বারের মতো রাওয়ালপিন্ডি পিচের পাশে জুটলো ‘গড়পড়তার নিচে’রেটিং। চলতি মাসের শুরুতে পাকিস্তান ও ইংল্যান্ডের প্রথম টেস্ট শেষে এই রেটিং দেওয়া হলো। ম্যাচটিতে ইংল্যান্ড প্রথম দিনেই রেকর্ড ৫০৬ রান করে, যে ম্যাচ তারা জেতে ৭৪ রানে। ম্যাচে ফল পাওয়া গেলেও প্রথম দুই ইনিংসে ছিল বোলারদের হাহাকারে ভরা। দুই ইনিংসে হয়েছিল সাতটি সেঞ্চুরি এবং রান ৬৫৭ ও ৫৭৯। দুই ইনিংসেই ইংল্যান্ড বলের চেয়ে বেশি রান করেছিল। টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন পিসিবি প্রেসিডেন্ট রমিজ রাজা এই পিচকে ‘বিব্রতকর’আখ্যা দিয়েছিলেন। তার মতে এই ধরনের লড়াই ‘টেস্ট ক্রিকেটের জন্য ভালো বিজ্ঞাপন’ নয়। আইসিসি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটও মনে হয় তার সঙ্গে একমত। মঙ্গলবার এক রায়ে তিনি এই পিচকে ‘গড়পড়তার নিচে’ রেটিং দিয়ে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করে দেন। গত মার্চে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরে প্রথম টেস্ট হয়েছিল রাওয়ালপিন্ডিতে। সেখানেও ছিল ব্যাটসম্যানদের আধিপত্য, পাঁচ দিনে ১১৮৭ রান হয়েছিল, উইকেট পড়েছিল মাত্র ১৪টি। ওই পিচও ‘গড়পড়তার নিচে’ রেটিং পায়। ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়। আইসিসির গাইডলাইন অনুযায়ী পাঁচ বছর ধরে বহাল থাকে ডিমেরিট পয়েন্ট। এই সময়ে পাঁচ ডিমেরিট পয়েন্ট কোনও পিচের পাশে যোগ হলে ম্যাচ আয়োজনে নিষেধাজ্ঞা দেওয়া হয়। গড়পড়তার নিচে রেটিংয়ের শাস্তি একটি ডিমেরিট পয়েন্ট, তবে ‘বাজে’ ও ‘অনুপযুক্ত’ রেটিংয়ের শাস্তি তিন ও পাঁচ ডিমেরিট পয়েন্ট।