ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

আবারো স্বর্ণের দাম বাড়লো

  • আপডেট সময় : ০১:৩৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারো স্বর্ণের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় দেশের বাজারে নতুন করে স্বর্ণ ও রূপার মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস জানায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৬ টাকা। এর আগে এই ক্যাটাগরির স্বর্ণের দাম ছিল কম।

এছাড়া, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ১০ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৭১ হাজার ৮৯৫ টাকায়।

গ্রাম হিসাবে নতুন দাম অনুযায়ী—

২২ ক্যারেট স্বর্ণ: প্রতি গ্রাম ২১ হাজার ৯১৫ টাকা।

২১ ক্যারেট স্বর্ণ: প্রতি গ্রাম ২০ হাজার ৯২০ টাকা।

১৮ ক্যারেট স্বর্ণ: প্রতি গ্রাম ১৭ হাজার ৯৩০ টাকা।

সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি গ্রাম ১৪ হাজার ৭৩৫ টাকা।

একইসঙ্গে রূপার দামও বাড়ানো হয়েছে। নতুন দরে—

২২ ক্যারেট রূপা: প্রতি গ্রাম ৫৯০ টাকা।

২১ ক্যারেট রূপা: প্রতি গ্রাম ৫৬০ টাকা।

১৮ ক্যারেট রূপা: প্রতি গ্রাম ৪৮০ টাকা।

সনাতন পদ্ধতির রূপা: প্রতি গ্রাম ৩৬০ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

এদিকে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বর্ণ ও রূপা বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ক্রেতাদের কাছ থেকে আদায় করে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

এসি/আপ্র/২৩/০১/২০২৬

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আবারো স্বর্ণের দাম বাড়লো

আপডেট সময় : ০১:৩৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারো স্বর্ণের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় দেশের বাজারে নতুন করে স্বর্ণ ও রূপার মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস জানায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৬ টাকা। এর আগে এই ক্যাটাগরির স্বর্ণের দাম ছিল কম।

এছাড়া, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ১০ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৭১ হাজার ৮৯৫ টাকায়।

গ্রাম হিসাবে নতুন দাম অনুযায়ী—

২২ ক্যারেট স্বর্ণ: প্রতি গ্রাম ২১ হাজার ৯১৫ টাকা।

২১ ক্যারেট স্বর্ণ: প্রতি গ্রাম ২০ হাজার ৯২০ টাকা।

১৮ ক্যারেট স্বর্ণ: প্রতি গ্রাম ১৭ হাজার ৯৩০ টাকা।

সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি গ্রাম ১৪ হাজার ৭৩৫ টাকা।

একইসঙ্গে রূপার দামও বাড়ানো হয়েছে। নতুন দরে—

২২ ক্যারেট রূপা: প্রতি গ্রাম ৫৯০ টাকা।

২১ ক্যারেট রূপা: প্রতি গ্রাম ৫৬০ টাকা।

১৮ ক্যারেট রূপা: প্রতি গ্রাম ৪৮০ টাকা।

সনাতন পদ্ধতির রূপা: প্রতি গ্রাম ৩৬০ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

এদিকে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বর্ণ ও রূপা বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ক্রেতাদের কাছ থেকে আদায় করে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

এসি/আপ্র/২৩/০১/২০২৬