ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

আবারো রোমান্স করবেন বিজয়-কীর্তি

  • আপডেট সময় : ১০:৪৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
  • ১১৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : তামিল সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। অন্যদিকে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কীর্তি সুরেশ।
২০১৭ সালে ‘বাইরাভা’ সিনেমায় তারা জুটি বেঁধে অভিনয় করেন। পরের বছরই ‘সরকার’ সিনেমায় অভিনয় করেন তারা। মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলে সিনেমাটি। এরপর কেটে গেছে আড়াই বছরের বেশি সময়।
বিরতি ভেঙে আবারো একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াবেন এই যুগল। নাম ঠিক না হওয়া এ সিনেমায় তাদের আবারো রোমান্স করতে দেখা যাবে। এটি পরিচালনা করবেন ভামসি পায়দিপল্লী। টলিউড ডটনেট এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, এ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন কীর্তি সুরেশ। এখনো সিনেমাটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি কীর্তি। আবারো এ সিনেমায় কীর্তি-বিজয়ের এক হতে যাওয়ার বিষয়টি এখন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে আলোচিত বিষয়। খুব শিগগির সিনেমাটির কাজ শুরু করবেন পরিচালক।
গত বছর কীর্তি সুরেশ অভিনীত ‘পেঙ্গুইন’ ও ‘মিস ইন্ডিয়া’ সিনেমা দুটি মুক্তি পায়। সর্বশেষ তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাঙ দে’। গত ২৬ মার্চ মুক্তি পায় এটি। বর্তমানে তার ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। সিনেমাগুলো হলো: ‘গুড লাক সখী’, ‘বাঁশি’, ‘আনাত্তে’, ‘সারকারু বারি পাতা’ ইত্যাদি।
অন্যদিকে বিজয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মাস্টার’। চলতি বছরের ১৩ জানুয়ারি মুক্তি পায় আলোচিত এই সিনেমা। ১৩৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করেছে ২৫০ কোটি রুপি। বর্তমানে ‘থালাপাতি ৬৫’ নামে একটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আবারো রোমান্স করবেন বিজয়-কীর্তি

আপডেট সময় : ১০:৪৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১

বিনোদন ডেস্ক : তামিল সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। অন্যদিকে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কীর্তি সুরেশ।
২০১৭ সালে ‘বাইরাভা’ সিনেমায় তারা জুটি বেঁধে অভিনয় করেন। পরের বছরই ‘সরকার’ সিনেমায় অভিনয় করেন তারা। মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলে সিনেমাটি। এরপর কেটে গেছে আড়াই বছরের বেশি সময়।
বিরতি ভেঙে আবারো একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াবেন এই যুগল। নাম ঠিক না হওয়া এ সিনেমায় তাদের আবারো রোমান্স করতে দেখা যাবে। এটি পরিচালনা করবেন ভামসি পায়দিপল্লী। টলিউড ডটনেট এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, এ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন কীর্তি সুরেশ। এখনো সিনেমাটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি কীর্তি। আবারো এ সিনেমায় কীর্তি-বিজয়ের এক হতে যাওয়ার বিষয়টি এখন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে আলোচিত বিষয়। খুব শিগগির সিনেমাটির কাজ শুরু করবেন পরিচালক।
গত বছর কীর্তি সুরেশ অভিনীত ‘পেঙ্গুইন’ ও ‘মিস ইন্ডিয়া’ সিনেমা দুটি মুক্তি পায়। সর্বশেষ তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাঙ দে’। গত ২৬ মার্চ মুক্তি পায় এটি। বর্তমানে তার ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। সিনেমাগুলো হলো: ‘গুড লাক সখী’, ‘বাঁশি’, ‘আনাত্তে’, ‘সারকারু বারি পাতা’ ইত্যাদি।
অন্যদিকে বিজয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মাস্টার’। চলতি বছরের ১৩ জানুয়ারি মুক্তি পায় আলোচিত এই সিনেমা। ১৩৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করেছে ২৫০ কোটি রুপি। বর্তমানে ‘থালাপাতি ৬৫’ নামে একটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।