ঢাকা ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

আবারো অনূর্ধ্ব-১৫ ছেলেদের কাছে হারলো নারী দল

  • আপডেট সময় : ০৮:০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ক্রীড়া ডেস্ক: উইমেন্স চ্যালেঞ্জ কাপে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের কাছে হেরেছিল নিগার সুলাতানা জ্যোতির লাল দল।

শুক্রবার (২২ আগস্ট) তাদের কাছে ৪১ রানে হেরেছে মেয়েদের সবুজ দল। বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ৩৯ ওভারে ১৮৯ রান তোলে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কমে আসে ম্যাচের পরিধি। ঘরোয়া লিগের ভিজেডি পদ্ধতি অনুযায়ী নাহিদা-শারমিনদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩০ ওভারে ১৭৭ রান। লক্ষ্য তাড়ায় নেমে ৭ উইকেটে ১৩৫ রান তুলতে সক্ষম হয় তাঁরা।

২৯ রানে দুই ওপেনারকে হারায় মেয়েদের সবুজ দল। তৃতীয় উইকেটে রুবাইয়া হায়দার ঝিলিক ও সোবহানা মোস্তারি ৭৬ রানের জুটি গড়েন। ১০৫ রানে ফেরেন সোবহানা (৩৫)। তখন সবুজ দল খেলেছে ২৪.১ ওভার। ৫৯ বলে ৫১ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ঝিলিক। তবে অন্য ব্যাটারদের মন্থর ইনিংস এবং কার্যকর ভূমিকা রাখতে পারেননি কেউ।

অনূর্ধ্ব-১৫ দলের হয়ে দুটি করে উইকেট নেন মাহিন হোসেন আলিফ, আলিমুল ইসলাম আদিব ও আব্দুল্লাহ।

তার আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ১২৬ রান তোলে ছেলেরা। খেয়াল রায় ওম ৮২ ও আব্দুর রহমান ইরফান করেন ৪৮ রান। যার সৌজন্যে ১৮৯ রান তোলে তারা। রাবেয়া খান নিয়েছেন ৪ উইকেট।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবারো অনূর্ধ্ব-১৫ ছেলেদের কাছে হারলো নারী দল

আপডেট সময় : ০৮:০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

ক্রীড়া ডেস্ক: উইমেন্স চ্যালেঞ্জ কাপে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের কাছে হেরেছিল নিগার সুলাতানা জ্যোতির লাল দল।

শুক্রবার (২২ আগস্ট) তাদের কাছে ৪১ রানে হেরেছে মেয়েদের সবুজ দল। বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ৩৯ ওভারে ১৮৯ রান তোলে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কমে আসে ম্যাচের পরিধি। ঘরোয়া লিগের ভিজেডি পদ্ধতি অনুযায়ী নাহিদা-শারমিনদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩০ ওভারে ১৭৭ রান। লক্ষ্য তাড়ায় নেমে ৭ উইকেটে ১৩৫ রান তুলতে সক্ষম হয় তাঁরা।

২৯ রানে দুই ওপেনারকে হারায় মেয়েদের সবুজ দল। তৃতীয় উইকেটে রুবাইয়া হায়দার ঝিলিক ও সোবহানা মোস্তারি ৭৬ রানের জুটি গড়েন। ১০৫ রানে ফেরেন সোবহানা (৩৫)। তখন সবুজ দল খেলেছে ২৪.১ ওভার। ৫৯ বলে ৫১ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ঝিলিক। তবে অন্য ব্যাটারদের মন্থর ইনিংস এবং কার্যকর ভূমিকা রাখতে পারেননি কেউ।

অনূর্ধ্ব-১৫ দলের হয়ে দুটি করে উইকেট নেন মাহিন হোসেন আলিফ, আলিমুল ইসলাম আদিব ও আব্দুল্লাহ।

তার আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ১২৬ রান তোলে ছেলেরা। খেয়াল রায় ওম ৮২ ও আব্দুর রহমান ইরফান করেন ৪৮ রান। যার সৌজন্যে ১৮৯ রান তোলে তারা। রাবেয়া খান নিয়েছেন ৪ উইকেট।