ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

আবারও স্থগিত এশিয়া কাপ

  • আপডেট সময় : ১২:১৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • ১২১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত জায়গা করে নেওয়ায় এমনিতেই সুতোর উপর ঝুলছিল এশিয়া কাপের ভাগ্য। এর মধ্যেই স্বাগতিক দেশ শ্রীলঙ্কায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় আবার স্থগিত হয়ে গেল টুর্নামেন্টটি।
শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা বুধবার নিশ্চিত করেছেন বিষয়টি। আগামী জুনে দ্বীপ-দেশটিতে হওয়ার কথা ছিল এশিয়া সেরার এই টুর্নামেন্ট। “বিরাজমান পরিস্থিতির কারণে, এই বছরের জুনে টুর্নামেন্টটি (এশিয়া কাপ) আয়োজন করা সম্ভব হচ্ছে না।” কোভিড-১৯ এর সংক্রমণ বেড়ে যাওয়ায় শ্রীলঙ্কা সরকার ১০ দিনের জন্য নিষিদ্ধ করে দিয়েছে আন্তর্জাতিক সব বিমান চলাচল। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এখনও এশিয়া কাপ পিছিয়ে যাওয়া নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। মূল সূচিতে গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে মাঠে গড়ানোর কথা ছিল এশিয়া কাপ। কিন্তু কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে জুলাইয়ে স্থগিত হয়ে যায় এই টুর্নামেন্ট। সে সময়ই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানিয়েছিল, পাকিস্তান ও শ্রীলঙ্কা অদল-বদল করে নিয়েছে আয়োজনের স্বত্ব। আগামী বছরের আসরটি আয়োজন করবে পাকিস্তান। এশিয়া কাপ স্থগিত হয়ে যাওয়ায় দুই সংস্করণের জন্য দুটি দল করতে হচ্ছে না ভারতকে। আগামী ১৮ জুন সাউথ্যাম্পটনে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে বিরাট কোহলিরা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আবারও স্থগিত এশিয়া কাপ

আপডেট সময় : ১২:১৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১

ক্রীড়া ডেস্ক : আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত জায়গা করে নেওয়ায় এমনিতেই সুতোর উপর ঝুলছিল এশিয়া কাপের ভাগ্য। এর মধ্যেই স্বাগতিক দেশ শ্রীলঙ্কায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় আবার স্থগিত হয়ে গেল টুর্নামেন্টটি।
শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা বুধবার নিশ্চিত করেছেন বিষয়টি। আগামী জুনে দ্বীপ-দেশটিতে হওয়ার কথা ছিল এশিয়া সেরার এই টুর্নামেন্ট। “বিরাজমান পরিস্থিতির কারণে, এই বছরের জুনে টুর্নামেন্টটি (এশিয়া কাপ) আয়োজন করা সম্ভব হচ্ছে না।” কোভিড-১৯ এর সংক্রমণ বেড়ে যাওয়ায় শ্রীলঙ্কা সরকার ১০ দিনের জন্য নিষিদ্ধ করে দিয়েছে আন্তর্জাতিক সব বিমান চলাচল। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এখনও এশিয়া কাপ পিছিয়ে যাওয়া নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। মূল সূচিতে গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে মাঠে গড়ানোর কথা ছিল এশিয়া কাপ। কিন্তু কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে জুলাইয়ে স্থগিত হয়ে যায় এই টুর্নামেন্ট। সে সময়ই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানিয়েছিল, পাকিস্তান ও শ্রীলঙ্কা অদল-বদল করে নিয়েছে আয়োজনের স্বত্ব। আগামী বছরের আসরটি আয়োজন করবে পাকিস্তান। এশিয়া কাপ স্থগিত হয়ে যাওয়ায় দুই সংস্করণের জন্য দুটি দল করতে হচ্ছে না ভারতকে। আগামী ১৮ জুন সাউথ্যাম্পটনে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে বিরাট কোহলিরা।