ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

আবারও সিনেমা পরিচালনায় রোজিনা, ঈদের পর ঘোষণা

  • আপডেট সময় : ১০:৫৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • ৬৬ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের সত্তর-আশি দশকের জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। সম্প্রতি সিনেমা নির্মাণে নাম লিখিয়েছেন তিনি। শেষ হয়েছে তার সিনেমা ‘ফিরে দেখা’র কাজ। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। এবার তিনি দিলেন নতুন ঘোষণা। আবারও সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন রোজিনা। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি ঈদের পর। তার কিছুদিন পরেই সিনেমাটির শুটিংও শুরু হবে।
এ প্রসঙ্গে রোজিনা বলেন, ‘নাটক তো অনেকগুলোই বানিয়েছি। কিন্তু সিনেমা নির্মাণ নিয়ে এক ধরনের ভীতি ছিল মনে। প্রথম সিনেমাটি নির্মাণের পর সেই ভীতি কেটে গেছে। আশা করছি সব কিছু ঠিক থাকলে নিয়মিতই সিনেমা পরিচালনা করে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থভাবে আগামীর সময়গুলো অতিক্রম করতে পারি।’ এদিকে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন রোজিনা। সর্বশেষ তিনি আলোচনায় এসেছেন জন্মস্থান রাজবাড়ী জেলার গোয়ালন্দে একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করে। যেটি গত ১ মার্চ উন্মুক্ত হয়েছে সবার জন্য।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আবারও সিনেমা পরিচালনায় রোজিনা, ঈদের পর ঘোষণা

আপডেট সময় : ১০:৫৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের সত্তর-আশি দশকের জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। সম্প্রতি সিনেমা নির্মাণে নাম লিখিয়েছেন তিনি। শেষ হয়েছে তার সিনেমা ‘ফিরে দেখা’র কাজ। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। এবার তিনি দিলেন নতুন ঘোষণা। আবারও সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন রোজিনা। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি ঈদের পর। তার কিছুদিন পরেই সিনেমাটির শুটিংও শুরু হবে।
এ প্রসঙ্গে রোজিনা বলেন, ‘নাটক তো অনেকগুলোই বানিয়েছি। কিন্তু সিনেমা নির্মাণ নিয়ে এক ধরনের ভীতি ছিল মনে। প্রথম সিনেমাটি নির্মাণের পর সেই ভীতি কেটে গেছে। আশা করছি সব কিছু ঠিক থাকলে নিয়মিতই সিনেমা পরিচালনা করে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থভাবে আগামীর সময়গুলো অতিক্রম করতে পারি।’ এদিকে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন রোজিনা। সর্বশেষ তিনি আলোচনায় এসেছেন জন্মস্থান রাজবাড়ী জেলার গোয়ালন্দে একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করে। যেটি গত ১ মার্চ উন্মুক্ত হয়েছে সবার জন্য।