ক্রীড়া প্রতিবেদক : ২৯ জুলাইয়ের পর ৭ সেপ্টেম্বর। বাংলাদেশ ফুটবলে এই দুটি দিন স্মরণীয় হয়ে থাকবে বয়সভিত্তিক পর্যায়ে দুটি আন্তর্জাতিক হ্যাটট্রিকের জন্য। প্রথমবার ভারতের মাটিতে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের ৪-০ গোলে জয়ে হ্যাটট্রিক করেছিল মিরাজুল ইসলাম। সেই মিরাজুল আজ আবার হ্যাটট্রিক পেয়েছে। তবে ভিন্ন মঞ্চে।কলম্বোয় অনুষ্ঠানরত সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের সেই মালদ্বীপের বিপক্ষে মিরাজুল মেতে উঠেছে গোল উৎসবে। বাংলাদেশের ৫-০ গোলের বিশাল জয়ে শেষ ৩টি গোল এই স্ট্রাইকারের। প্রথম গোলেও সে অবদান রেখেছে।শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ টানা দ্বিতীয় জয়ে ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। ১২ সেপ্টেম্বর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপ ‘বি’র সম্ভাব্য রানার্সআপ নেপাল। এই গ্রুপ থেকে প্রথম ম্যাচে ভারত ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল ভুটানকে। আজ পঞ্চম মিনিটেই গোল পেয়ে যায় বাংলাদেশ। মালদ্বীপের এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়ে মিরাজুল। গোলমুখে তার ঠেলে দেওয়া বল সহজেই জালে পাঠায় নাজমুল হুদা (ফয়সাল)। ৩৮ মিনিটে বক্সে ঢুকে কাছের পোস্ট দিয়ে গড়ানো শটে বল পাঠায় জালে মোর্শেদ আলী। ৭৫ মিনিটে বক্সের ভেতর থেকে মালদ্বীপের গোলকিপারের মাথার ওপর দিয়ে আড়াআড়ি শটে নিজের প্রথম ও দলের তৃতীয় গোলটা করেছে মিরাজুল। দুই মিনিট পরই কোনাকুনি শটে ৪-০ করেছে এই স্ট্রাইকার। ৯০তম মিনিটে বক্সের ভেতর থেকে গড়ানো শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে মিরাজুল। মাঠে গোল করায় যতটা সাবলীল মিরাজুল, কথায় ততটা নয়। সেটা বোঝা গেল ম্যাচ শেষে তার প্রতিক্রিয়ায়। দোভাষীর সাহায্য নিয়ে মিরাজুল বলেছে, ‘হ্যাটট্রিক করে ভালো লাগছে। গোল পাইছি। সবাই যদি বলে ভালো করেছি, তাহলে ভালো করেছি। সবাই সাহায্য করেছে আমাকে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি।’ ম্য্যাচটা ভুলে যেতে চাইবে মালদ্বীপের গোলকিপার আবদুল্লাহ রাজেফ। কোনো প্রতিরোধই সে গড়তে পারেনি। বারের নিচে ছিল নড়বড়ে। অন্যদিকে ৪-০ হওয়ার পর বাংলাদেশ গোলকিপার আসিফকে বদলে দ্বিতীয় গোলকিপারকে সুযোগ দিয়েছে। বাংলাদেশ হেসেখেলেই ৬০ শতাংশ বলের দখল রেখেছে এই ম্যাচে। সর্বশেষ ফিফা প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে ২-০ গোলে হেরেছিলেন জামাল ভূঁইয়ারা। কিন্তু দুই দেশের যুব দলের লড়াইয়ের ছবিটা ভিন্ন। আজ আবারও সেটাই দেখাল মিরাজুলরা।
আবারও মালদ্বীপ, আবারও মিরাজুলের হ্যাটট্রিক, কলম্বোয় উড়ছে বাংলাদেশ
ট্যাগস :
আবারও মিরাজুলের হ্যাটট্রিক
জনপ্রিয় সংবাদ