ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

আবারও দেশি কোচ নিচ্ছে পাকিস্তান

  • আপডেট সময় : ০৬:২৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: অল্প সময়ে কতবার ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, কোচ ও অধিনায়ক বদলানো যায়– সেই হিসেব করলে হয়তো রেকর্ড গড়বে পাকিস্তান! নাটকীয়তায় ভরা দেশটি আরও একবার কোচ বদলের পথে হাঁটতে চলেছে। অস্ট্রেলিয়ার মাটিতে চলমান সিরিজের আগেই পাকিস্তানের সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) কোচ গ্যারি কার্স্টেন দায়িত্ব ছাড়েন। ফলে সাময়িকভাবে দুই ফরম্যাটেরও দায়িত্ব দেওয়া হয় টেস্ট কোচ জেসন গিলেস্পিকে। অস্ট্রেলিয়া সফর শেষেই গিলেস্পি সাদা বলের ফরম্যাটে থাকবেন না বলে গুঞ্জন রয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যমে। তিনি তার একমাত্র টেস্ট দল নিয়েই থাকবেন। ফলে বিশ্বকাপজয়ী কার্স্টেনের জায়গায় দেশি কাউকেই নিয়োগ দিতে যাচ্ছে বাবর-রিজওয়ানদের বোর্ড। সেই আলোচনায় আছেন বর্তমানে পিসিবির জাতীয় দল নির্বাচক কমিটিতে থাকা সাবেক ক্রিকেটার আকিব জাভেদ। বোর্ডের এক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ। অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। যা ২২ বছর পর অজিদের মাটিতে তাদের সিরিজ জয়। এরপর এখন চলছে টি-টোয়েন্টি সিরিজ। ইতোমধ্যে অনুষ্ঠিত দুই ম্যাচে হেরে মোহাম্মদ রিজওয়ানের দল সিরিজ হেরেছে। বাকি আর একটি ম্যাচ। এরপর পাকিস্তান জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবে। ওই সিরিজের আগেই সীমিত ওভারের ক্রিকেটে নতুন কোচ নিয়োগ দেবে দেশটি। কোচের দৌড়ে আলোচনায় থাকা আকিব জাভেদ বর্তমানে জাতীয় দলের নির্বাচক কমিটিতে রয়েছেন। কোচিং অভিজ্ঞতা থাকায় তারই নতুন দায়িত্বে আসার সম্ভাবনা বেশি। ঘরোয়া টুর্নামেন্ট এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তার সাফল্য রয়েছে। এ ছাড়া দেশি কোচ নেওয়ার আরেকটি কারণ– পাকিস্তান ক্রিকেটের পরিবেশ বোঝা এবং এর সঙ্গে ভালো পরিচিতি। দুটোই এগিয়ে রেখেছে দেশটির সাবেক ক্রিকেটার আকিবকে। আগামী ২৪ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজ দুটি হবে জিম্বাবুয়েতে। এরপর পাকিস্তান তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলতে যাবে দক্ষিণ আফ্রিকায়। ১০ ডিসেম্বর–৭ জানুয়ারি পর্যন্ত চলবে সেই সফর।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আবারও দেশি কোচ নিচ্ছে পাকিস্তান

আপডেট সময় : ০৬:২৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: অল্প সময়ে কতবার ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, কোচ ও অধিনায়ক বদলানো যায়– সেই হিসেব করলে হয়তো রেকর্ড গড়বে পাকিস্তান! নাটকীয়তায় ভরা দেশটি আরও একবার কোচ বদলের পথে হাঁটতে চলেছে। অস্ট্রেলিয়ার মাটিতে চলমান সিরিজের আগেই পাকিস্তানের সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) কোচ গ্যারি কার্স্টেন দায়িত্ব ছাড়েন। ফলে সাময়িকভাবে দুই ফরম্যাটেরও দায়িত্ব দেওয়া হয় টেস্ট কোচ জেসন গিলেস্পিকে। অস্ট্রেলিয়া সফর শেষেই গিলেস্পি সাদা বলের ফরম্যাটে থাকবেন না বলে গুঞ্জন রয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যমে। তিনি তার একমাত্র টেস্ট দল নিয়েই থাকবেন। ফলে বিশ্বকাপজয়ী কার্স্টেনের জায়গায় দেশি কাউকেই নিয়োগ দিতে যাচ্ছে বাবর-রিজওয়ানদের বোর্ড। সেই আলোচনায় আছেন বর্তমানে পিসিবির জাতীয় দল নির্বাচক কমিটিতে থাকা সাবেক ক্রিকেটার আকিব জাভেদ। বোর্ডের এক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ। অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। যা ২২ বছর পর অজিদের মাটিতে তাদের সিরিজ জয়। এরপর এখন চলছে টি-টোয়েন্টি সিরিজ। ইতোমধ্যে অনুষ্ঠিত দুই ম্যাচে হেরে মোহাম্মদ রিজওয়ানের দল সিরিজ হেরেছে। বাকি আর একটি ম্যাচ। এরপর পাকিস্তান জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবে। ওই সিরিজের আগেই সীমিত ওভারের ক্রিকেটে নতুন কোচ নিয়োগ দেবে দেশটি। কোচের দৌড়ে আলোচনায় থাকা আকিব জাভেদ বর্তমানে জাতীয় দলের নির্বাচক কমিটিতে রয়েছেন। কোচিং অভিজ্ঞতা থাকায় তারই নতুন দায়িত্বে আসার সম্ভাবনা বেশি। ঘরোয়া টুর্নামেন্ট এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তার সাফল্য রয়েছে। এ ছাড়া দেশি কোচ নেওয়ার আরেকটি কারণ– পাকিস্তান ক্রিকেটের পরিবেশ বোঝা এবং এর সঙ্গে ভালো পরিচিতি। দুটোই এগিয়ে রেখেছে দেশটির সাবেক ক্রিকেটার আকিবকে। আগামী ২৪ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজ দুটি হবে জিম্বাবুয়েতে। এরপর পাকিস্তান তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলতে যাবে দক্ষিণ আফ্রিকায়। ১০ ডিসেম্বর–৭ জানুয়ারি পর্যন্ত চলবে সেই সফর।