ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
আবারও ঢাকায় আসছেন কবীর সুমন

আবারও ঢাকায় আসছেন কবীর সুমন

  • আপডেট সময় : ১২:২৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • ১১৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: আবারও ঢাকায় আসছেন কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন। ঢাকা আসার বিষয়টি জানিয়েছেন এ শিল্পী নিজেই। এক কর্মশালায় অংশ নিতে চার দিনের সফরে আসছেন তিনি। এক ফেসবুক পোস্টে কবীর সুমন লেখেন, চার দিনের বাংলা খেয়াল কর্মশালার জন্য আজ (০৫ নভেম্বর) ঢাকা যাচ্ছি। এর আগে ২০২২ সালের অক্টোবরে ঢাকায় এসেছিলেন কবীর সুমন। তার প্রথম আধুনিক গানের অ্যালবাম ‘তোমাকে চাই’ প্রকাশ হয় ১৯৯২ সালে। বাংলা গানের গতিপথ বদলে দেওয়া এ অ্যালবাম প্রকাশের ৩০ বছর পূর্ণ হয় ২০২২ সালে। এ উপলক্ষে ঢাকায় ‘তোমাকে চাই-এর ৩০ বছর উদ্যাপন’ শিরোনামে গানের অনুষ্ঠানে অংশ নেন এই গায়ক। তখন মঞ্চে সুমন বলেছিলেন, আমি ভারতের নাগরিক। আমার মাতৃভাষা বাংলা, যেটি এ দেশের রাষ্ট্রভাষা। এর চেয়ে গর্বের কিছু হতে পারে না। প্রথম বাংলাদেশে গান করতে এসেছিলাম মুক্তিযুদ্ধ জাদুঘরে। তখন আমার ৪৭ বছর বয়স। নিজের অসুস্থতার কথা জানিয়ে তিনি আরও বলেছিলেন, আমার একটা অসুখ হয়েছে, এই অসুখের কারণে আমি যেমন হাতে লিখতে পারি না তেমনই গিটারও বাজাতে পারি না। আর কোনোদিন পারবো না। একটানা বসে থাকলেও সমস্যা হয়। মাঝে মাঝে মনে হয় শুয়ে শুয়ে গান গাই! তবে এজন্য আমার আলাদা কোনো দুঃখ নেই। গুরুদের কৃপায় আমি এখনও একটু একটু গান গাইতে পারি, এটাই আনন্দ।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আবারও ঢাকায় আসছেন কবীর সুমন

আবারও ঢাকায় আসছেন কবীর সুমন

আপডেট সময় : ১২:২৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক: আবারও ঢাকায় আসছেন কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন। ঢাকা আসার বিষয়টি জানিয়েছেন এ শিল্পী নিজেই। এক কর্মশালায় অংশ নিতে চার দিনের সফরে আসছেন তিনি। এক ফেসবুক পোস্টে কবীর সুমন লেখেন, চার দিনের বাংলা খেয়াল কর্মশালার জন্য আজ (০৫ নভেম্বর) ঢাকা যাচ্ছি। এর আগে ২০২২ সালের অক্টোবরে ঢাকায় এসেছিলেন কবীর সুমন। তার প্রথম আধুনিক গানের অ্যালবাম ‘তোমাকে চাই’ প্রকাশ হয় ১৯৯২ সালে। বাংলা গানের গতিপথ বদলে দেওয়া এ অ্যালবাম প্রকাশের ৩০ বছর পূর্ণ হয় ২০২২ সালে। এ উপলক্ষে ঢাকায় ‘তোমাকে চাই-এর ৩০ বছর উদ্যাপন’ শিরোনামে গানের অনুষ্ঠানে অংশ নেন এই গায়ক। তখন মঞ্চে সুমন বলেছিলেন, আমি ভারতের নাগরিক। আমার মাতৃভাষা বাংলা, যেটি এ দেশের রাষ্ট্রভাষা। এর চেয়ে গর্বের কিছু হতে পারে না। প্রথম বাংলাদেশে গান করতে এসেছিলাম মুক্তিযুদ্ধ জাদুঘরে। তখন আমার ৪৭ বছর বয়স। নিজের অসুস্থতার কথা জানিয়ে তিনি আরও বলেছিলেন, আমার একটা অসুখ হয়েছে, এই অসুখের কারণে আমি যেমন হাতে লিখতে পারি না তেমনই গিটারও বাজাতে পারি না। আর কোনোদিন পারবো না। একটানা বসে থাকলেও সমস্যা হয়। মাঝে মাঝে মনে হয় শুয়ে শুয়ে গান গাই! তবে এজন্য আমার আলাদা কোনো দুঃখ নেই। গুরুদের কৃপায় আমি এখনও একটু একটু গান গাইতে পারি, এটাই আনন্দ।