বিনোদন প্রতিবেদক : নাট্য নির্মাতা হিসেবে ব্যাপক পরিচিতি পাওয়া চয়নিকা চৌধুরীর ছবিতে অভিনয়ের জন্য আবারও চুক্তিবদ্ধ হলেন হালের অন্যতম সুন্দরী চিত্রনায়িকা পরীমনি। তবে এখনো ছবি সম্পর্কে বিস্তারিত ঘোষণা আসেনি। এ ব্যাপারে সপ্তাহখানেকের মধ্যে পরিচালক ও নায়িকা যৌথভাবে সবকিছু প্রকাশ করবেন বলে জানা গেছে।
এর আগে চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’তে অভিনয় করেন পরীমনি। কয়েকদিন আগে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে চয়নিকা লেখেন, ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রে আমরা এক হয়েছিলাম। আমাদের কেমিস্ট্রি খুব ভালো। আবারও নতুন ভালো কিছু, চমৎকার কিছু নিয়েই আমরা একসাথে হচ্ছি। অপেক্ষায় থাকুন।’
এদিকে সপ্তাহ খানেক চিত্রনায়িকা পরীমনি ঢাকার বাইরে একটি শুটিংয়ে অংশ নিচ্ছেন। বর্তমানে তার হাতে ‘প্রীতিলতা’, ‘মুখোশ’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র রয়েছে।
প্রসঙ্গত, গত বছর পরীমনি ও সিয়াম আহমেদকে নিয়ে চয়নিকা নির্মাণ করেছিলেন নিজের প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’। ছবিটি গত বছরের ১১ ডিসেম্বর মুক্তি পায়। ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। ছবিটি বেশ দর্শকপ্রিয় হয়েছে।
আবারও চয়নিকার ছবিতে পরীমনি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ