ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
আবারও অক্ষয়ের সিনেমার বিষয়বস্তু দেশপ্রেম

আবারও অক্ষয়ের সিনেমার বিষয়বস্তু দেশপ্রেম

  • আপডেট সময় : ০১:১০:০১ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
  • ১৩১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বক্স অফিসে ‘ওএমজি ২’ ছবির সাফল্যের পর আবারও বড় চমক নিয়ে হাজির হলেন অক্ষয় কুমার। বরাবরের মত আবারও দেশপ্রেমের ছবি নিয়ে আসছেন তিনি। জানা গেছে, আসন্ন ‘স্কাই ফোর্স’ ছবিতে দেখা যাবে তাকে। গতকাল সোমবার (২ অক্টোবর) যার একটি টিজার প্রকাশ্যে এনেছেন অক্ষয় নিজে। টিজারের ঝলকে তুলে ধরা হয়েছ সেই সমস্ত ভারতীয় বীর সেনা জওয়ানদের কথা যারা পাকিস্তানের উপর অতি দক্ষতার সঙ্গে প্রথম এয়ার স্ট্রাইক করেছিলেন। সঙ্গে ভারত পাক যুদ্ধের সময় লাল বাহাদুর শাস্ত্রী কী কী বলেছিলেন, কীভাবে তিনি অনুপ্রেরণা দিয়েছিলেন জওয়ানদের সেটার ক্লিপ দেখা যায় এখানে। টিজারে জয় হিন্দ ধ্বনি ভেসে ওঠে বারবার। ভিডিওটি পোস্ট করে অক্ষয় লেখেন, ‘আজ গান্ধী শাস্ত্রী জয়ন্তী গোটা দেশ জয় জওয়ান, জয় কিষান, জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান করছে। আর তাই এই দিনের থেকে ভালো দিন আর কী ই বা হতে পারত স্কাই ফোর্সের দুর্দান্ত গল্পের কথা ঘোষণা করার জন্য। ভারতের প্রথম এয়ার স্ট্রাইকের অজানা কথা। ভালোবাসা দেবেন, হয় হিন্দ, জয় ভারত।’ আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ২ অক্টোবর মুক্তি পাবে এই ছবি। আসন্ন ছবিটির প্রযোজনা করছেন জিও স্টুডিওজ এর দীনেশ বিজন এবং পরিচালনার দায়িত্বে থাকছেন অভিষেক কাপুর এবং সন্দীপ কেলওয়ানি। এই ছবির হাত ধরে ডেবিউ করবেন বীর পাহাড়িয়া। এর আগেও অক্ষয় একাধিক দেশপ্রেমের উপর ছবি করেছেন। যার মধ্যে উল্লেখ্য এয়ারলিফট, কেসরী সহ আরও বেশ কিছু ছবি। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে অক্ষয়ের ‘মিশন রানিগঞ্জ’ ছবিটি। যেটি আগামী মাসেই মুক্তি পাবে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আবারও অক্ষয়ের সিনেমার বিষয়বস্তু দেশপ্রেম

আবারও অক্ষয়ের সিনেমার বিষয়বস্তু দেশপ্রেম

আপডেট সময় : ০১:১০:০১ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩

বিনোদন ডেস্ক: বক্স অফিসে ‘ওএমজি ২’ ছবির সাফল্যের পর আবারও বড় চমক নিয়ে হাজির হলেন অক্ষয় কুমার। বরাবরের মত আবারও দেশপ্রেমের ছবি নিয়ে আসছেন তিনি। জানা গেছে, আসন্ন ‘স্কাই ফোর্স’ ছবিতে দেখা যাবে তাকে। গতকাল সোমবার (২ অক্টোবর) যার একটি টিজার প্রকাশ্যে এনেছেন অক্ষয় নিজে। টিজারের ঝলকে তুলে ধরা হয়েছ সেই সমস্ত ভারতীয় বীর সেনা জওয়ানদের কথা যারা পাকিস্তানের উপর অতি দক্ষতার সঙ্গে প্রথম এয়ার স্ট্রাইক করেছিলেন। সঙ্গে ভারত পাক যুদ্ধের সময় লাল বাহাদুর শাস্ত্রী কী কী বলেছিলেন, কীভাবে তিনি অনুপ্রেরণা দিয়েছিলেন জওয়ানদের সেটার ক্লিপ দেখা যায় এখানে। টিজারে জয় হিন্দ ধ্বনি ভেসে ওঠে বারবার। ভিডিওটি পোস্ট করে অক্ষয় লেখেন, ‘আজ গান্ধী শাস্ত্রী জয়ন্তী গোটা দেশ জয় জওয়ান, জয় কিষান, জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান করছে। আর তাই এই দিনের থেকে ভালো দিন আর কী ই বা হতে পারত স্কাই ফোর্সের দুর্দান্ত গল্পের কথা ঘোষণা করার জন্য। ভারতের প্রথম এয়ার স্ট্রাইকের অজানা কথা। ভালোবাসা দেবেন, হয় হিন্দ, জয় ভারত।’ আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ২ অক্টোবর মুক্তি পাবে এই ছবি। আসন্ন ছবিটির প্রযোজনা করছেন জিও স্টুডিওজ এর দীনেশ বিজন এবং পরিচালনার দায়িত্বে থাকছেন অভিষেক কাপুর এবং সন্দীপ কেলওয়ানি। এই ছবির হাত ধরে ডেবিউ করবেন বীর পাহাড়িয়া। এর আগেও অক্ষয় একাধিক দেশপ্রেমের উপর ছবি করেছেন। যার মধ্যে উল্লেখ্য এয়ারলিফট, কেসরী সহ আরও বেশ কিছু ছবি। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে অক্ষয়ের ‘মিশন রানিগঞ্জ’ ছবিটি। যেটি আগামী মাসেই মুক্তি পাবে।