হিলি সংবাদদাতা : আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর সম্প্রতি হিলির বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে অপরিচ্ছন্ন স্থানগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে শিক্ষার্থীরা। গতকাল বুধবার বেলা ১১টার দিকে হিলির বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা টিম বানিয়ে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়সহ বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা আবর্জনাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা শহরের বিভিন্ন স্থানে ডাস্টবিন বসায়। ময়লা আবর্জনাগুলো সেখানে ফেলানোসহ সবাইকে নিজের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।