ক্রীড়া ডেস্ক : এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে যখন মাঠে লড়ছে সতীর্থরা, শাহিন শাহ আফ্রিদি তখন ছিলেন গ্যালারিতে। মাঠের বাইরে থেকে দেখেছেন দলের পরাজয়। আপাতত তার অপেক্ষা চোট কাটিয়ে মাঠে ফেরার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পুরো ফিট হয়ে উঠতে তার পুনবার্সন প্রক্রিয়ার বাকিটুকু হবে লন্ডনে। পুনবার্সন প্রক্রিয়া নির্বিঘেœ পরিচালনার জন্যই স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে দুবাইয়ে নিয়ে যাওয়া হয় আফ্রিদিকে। এই টুর্নামেন্টের আগে নেদারল্যান্ডস সফরেও দলের সঙ্গে রেখে তার চোট পরিচর্যার প্রক্রিয়া চলছিল। তবে এখন আগের পরিকল্পনা থেকে সরে এসেছে পিসিবি।
গত মাসে জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ফিল্ডিংয়ের সময় হাঁটুর লিগামেন্টের এই চোটে পড়েন আফ্রিদি। এরপর থেকেই তিনি মাঠের বাইরে আছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি তিনি, বাইরে আছেন এশিয়া কাপ থেকেও। কদিন পর ইংল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও দেখা যাবে না তাকে। দলের বোলিং আক্রমণের সেরা অস্ত্রকে বিশ্বকাপে মেতে মরিয়া পিসিবি। এজন্যই তাকে লন্ডনে পাঠানো হচ্ছে বলে বিবৃতিতে জানান পিসিবির প্রধান চিকিৎসক নাজিবউল্লাহ সুমারু। “হাঁটুর একজন বিশেষজ্ঞের নিরবচ্ছিন্ন ও সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকার প্রয়োজন শাহিন শাহ আফ্রিদির এবং ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসনের সেরা সব সুযোগ-সুবিধা লন্ডনে আছে। আফ্রিদির সেরা পুনবার্সনের স্বার্থেই আমরা তাকে ওখানে পাঠাচ্ছি।” “আমাদের মেডিকেল বিভাগ নিয়মিত যোগাযোগ রাখবে এবং আমরা আশাবাদী যে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই সে পুরো ফিটনেস ফিরে পাবে।”
আফ্রিদির পুনর্বাসন চলবে লন্ডনে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ