ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আফ্রিকার উৎসবে বাংলাদেশের সিনেমা ‘আনটাং’

  • আপডেট সময় : ০৬:২৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ওয়াটারলু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনটাং’। সিনেমাটি নির্মাণ করেছেন গোলাম রাব্বানী। সিনেমার এমন আন্তর্জাতিক স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করে বিজ্ঞপ্তিতে গোলাম রাব্বানী বলেন, “উৎসব কর্তৃপক্ষ আমার সিনেমাটির খুব প্রশংসা করেছে। একই সঙ্গে চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য তারা আনুষ্ঠানিক দাওয়াতপত্রও পাঠিয়েছে। সাউথ আফ্রিকার ডারবান শহরের মানুষ আমার সিনেমাটি দেখবেন, এটা আমার জন্য বড় আনন্দের।” শ্ক্রুবার থেকে রোববার পর্যন্ত ডারবান শহরে চলবে এই সিনে উৎসব। সেখানে অংশ নিচ্ছে ৮২টি দেশি-বিদেশি চলচ্চিত্র এবং ১৬টি মিউজিক্যাল ফিল্ম।

এই সিনেমার চিত্রনাট্যও লিখেছেন গোলাম রাব্বানী। তিনি ‘আনটাং’ বানিয়েছেন গত বছরের জানুয়ারিতে। ‘আনটাং’ সিনেমায় উঠে এসেছে বাকস্বাধীনতা ও মত প্রকাশের অধিকারের বিষয়। এতে অভিনয় করেছেন মিজানুর রহমান, প্রসূন আজাদ, চন্দনা বিশ্বাস, জয়নাল আবেদীন ও মানিক সাহা। ‘আনটাং’ এর আগেও ভেনিস ইন্টার কালচার ফিল্ম ফেস্টিভ্যালে ‘অনারেবল মেনশন’ সম্মাননায় ভূষিত হয়েছে। এছাড়া হিল চলচ্চিত্র উৎসব, বিইউএফ ফিল্ম ফেস্ট, ইনডিপেনডেন্ট চলচ্চিত্র উৎসব, শিল্পকলা একাডেমি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে ‘আনটাং’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা হিসেবে এর আগে রাব্বানীর ‘ছুরত’ ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পিরিচুয়াল বিভাগে স্পেশাল মেনশন পেয়েছিল। এই নির্মাতার ‘স্টিচ লাইফ’ ও ‘নিশি’ নামের আরও দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আফ্রিকার উৎসবে বাংলাদেশের সিনেমা ‘আনটাং’

আপডেট সময় : ০৬:২৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

বিনোদন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ওয়াটারলু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনটাং’। সিনেমাটি নির্মাণ করেছেন গোলাম রাব্বানী। সিনেমার এমন আন্তর্জাতিক স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করে বিজ্ঞপ্তিতে গোলাম রাব্বানী বলেন, “উৎসব কর্তৃপক্ষ আমার সিনেমাটির খুব প্রশংসা করেছে। একই সঙ্গে চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য তারা আনুষ্ঠানিক দাওয়াতপত্রও পাঠিয়েছে। সাউথ আফ্রিকার ডারবান শহরের মানুষ আমার সিনেমাটি দেখবেন, এটা আমার জন্য বড় আনন্দের।” শ্ক্রুবার থেকে রোববার পর্যন্ত ডারবান শহরে চলবে এই সিনে উৎসব। সেখানে অংশ নিচ্ছে ৮২টি দেশি-বিদেশি চলচ্চিত্র এবং ১৬টি মিউজিক্যাল ফিল্ম।

এই সিনেমার চিত্রনাট্যও লিখেছেন গোলাম রাব্বানী। তিনি ‘আনটাং’ বানিয়েছেন গত বছরের জানুয়ারিতে। ‘আনটাং’ সিনেমায় উঠে এসেছে বাকস্বাধীনতা ও মত প্রকাশের অধিকারের বিষয়। এতে অভিনয় করেছেন মিজানুর রহমান, প্রসূন আজাদ, চন্দনা বিশ্বাস, জয়নাল আবেদীন ও মানিক সাহা। ‘আনটাং’ এর আগেও ভেনিস ইন্টার কালচার ফিল্ম ফেস্টিভ্যালে ‘অনারেবল মেনশন’ সম্মাননায় ভূষিত হয়েছে। এছাড়া হিল চলচ্চিত্র উৎসব, বিইউএফ ফিল্ম ফেস্ট, ইনডিপেনডেন্ট চলচ্চিত্র উৎসব, শিল্পকলা একাডেমি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে ‘আনটাং’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা হিসেবে এর আগে রাব্বানীর ‘ছুরত’ ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পিরিচুয়াল বিভাগে স্পেশাল মেনশন পেয়েছিল। এই নির্মাতার ‘স্টিচ লাইফ’ ও ‘নিশি’ নামের আরও দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে।