ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

আফিফের স্বপ্ন, ফাইনালে খেলবে রংপুর

  • আপডেট সময় : ০৬:৩০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: আগামী ২৬ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত প্রভিডেন্সের গায়ানা জাতীয় স্টেডিয়ামে হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ। এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে খেলবে রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের নেতৃত্বে এই স্কোয়াডে ৯ জন স্থানীয় ক্রিকেটারের মধ্যে আছেন আফিফ হোসেন। নতুন এই বৈশ্বিক টুর্নামেন্টে নিজেদের সম্ভাবনা দেখাতে বদ্ধপরিকর তিনি।
গত বৃহস্পতিবার থেকে মিরপুরের একাডেমি মাঠে গ্লোবাল সুপার লিগের প্রস্তুতি শুরু করেছে রংপুর। শুক্রবার (১৫ নভেম্বর) অনুশীলনের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আফিফ। আগামী বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলবেন তিনি। তবে রংপুরের হয়ে সুপার লিগে খেলার সুযোগ পেয়ে ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এই ব্যাটার। আফিফ বলেন, ‘সেটা তো অবশ্যই থাকবে (নজর কাড়ার সুযোগ)। রংপুর রাইডার্স আমাদের এরকম একটা সুযোগ করে দিচ্ছে। এরকম সুযোগ তো সবসময় আসে না। আশা থাকবে রংপুর রাইডার্সের হয়ে যেন ভালো করতে পারি।’
এই টুর্নামেন্টে ভালো কিছু করলে আরও অন্য টুর্নামেন্টে সুযোগ থাকবে মনে করেন তিনি, ‘এরকম টুর্নামেন্ট অবশ্যই সবার জন্য ভালো সুযোগ। যেহেতু দেশের বাইরে খেলা, অবশ্যই বড় একটা সুযোগ। এরকম টুর্নামেন্টগুলোতে ভালো করতে পারলে ভবিষ্যতে আরও অন্যান্য টুর্নামেন্টে অবশ্যই সুযোগ আসবে।’ বছর শেষ হতে চলেছে। এখনো এই বছরে জাতীয় দলের জার্সি গায়ে দিতে পারেননি। তা নিয়ে আক্ষেপ নেই আফিফের। আপাতত তার লক্ষ্য সুপার লিগের ফাইনালে খেলা, ‘আপাতত এত কিছু চিন্তা করছি না। আমরা টুর্নামেন্টে যেন ফাইনাল খেলতে পারি। ব্যক্তিগত লক্ষ্য বলতে তেমন কিছু নেই, দলের হয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’ আগামী ২২ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়বে রংপুর স্কোয়াড।
রংপুর রাইডার্স স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম, ম্যাথু ফোর্ড, হারমীত সিং, ওয়েন ম্যাডসেন, জ্যাক চ্যাপেল।

আজকের প্রত্যাশা/কেএমএএ

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আফিফের স্বপ্ন, ফাইনালে খেলবে রংপুর

আপডেট সময় : ০৬:৩০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: আগামী ২৬ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত প্রভিডেন্সের গায়ানা জাতীয় স্টেডিয়ামে হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ। এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে খেলবে রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের নেতৃত্বে এই স্কোয়াডে ৯ জন স্থানীয় ক্রিকেটারের মধ্যে আছেন আফিফ হোসেন। নতুন এই বৈশ্বিক টুর্নামেন্টে নিজেদের সম্ভাবনা দেখাতে বদ্ধপরিকর তিনি।
গত বৃহস্পতিবার থেকে মিরপুরের একাডেমি মাঠে গ্লোবাল সুপার লিগের প্রস্তুতি শুরু করেছে রংপুর। শুক্রবার (১৫ নভেম্বর) অনুশীলনের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আফিফ। আগামী বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলবেন তিনি। তবে রংপুরের হয়ে সুপার লিগে খেলার সুযোগ পেয়ে ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এই ব্যাটার। আফিফ বলেন, ‘সেটা তো অবশ্যই থাকবে (নজর কাড়ার সুযোগ)। রংপুর রাইডার্স আমাদের এরকম একটা সুযোগ করে দিচ্ছে। এরকম সুযোগ তো সবসময় আসে না। আশা থাকবে রংপুর রাইডার্সের হয়ে যেন ভালো করতে পারি।’
এই টুর্নামেন্টে ভালো কিছু করলে আরও অন্য টুর্নামেন্টে সুযোগ থাকবে মনে করেন তিনি, ‘এরকম টুর্নামেন্ট অবশ্যই সবার জন্য ভালো সুযোগ। যেহেতু দেশের বাইরে খেলা, অবশ্যই বড় একটা সুযোগ। এরকম টুর্নামেন্টগুলোতে ভালো করতে পারলে ভবিষ্যতে আরও অন্যান্য টুর্নামেন্টে অবশ্যই সুযোগ আসবে।’ বছর শেষ হতে চলেছে। এখনো এই বছরে জাতীয় দলের জার্সি গায়ে দিতে পারেননি। তা নিয়ে আক্ষেপ নেই আফিফের। আপাতত তার লক্ষ্য সুপার লিগের ফাইনালে খেলা, ‘আপাতত এত কিছু চিন্তা করছি না। আমরা টুর্নামেন্টে যেন ফাইনাল খেলতে পারি। ব্যক্তিগত লক্ষ্য বলতে তেমন কিছু নেই, দলের হয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’ আগামী ২২ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়বে রংপুর স্কোয়াড।
রংপুর রাইডার্স স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম, ম্যাথু ফোর্ড, হারমীত সিং, ওয়েন ম্যাডসেন, জ্যাক চ্যাপেল।

আজকের প্রত্যাশা/কেএমএএ