ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

আফসানা মিমির মুখোমুখি শর্মিলা ঠাকুর

  • আপডেট সময় : ০২:৫৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছেন ভারতের কিংবদন্তি নায়িকা শর্মিলা ঠাকুর। এসেছিলেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে। উৎসবটির উদ্বোধন করেছেন তিনি। বেশ উপভোগ করেছেন এবারের ঢাকা সফর। দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও। যাওয়ার আগে তিনি হাজির হয়েছিলেন চ্যানেল আইতে। সেখানে তাকে নিয়ে চ্যানেলটি একটি অনুষ্ঠান তৈরি করেছে। যেখানে অভিনেত্রী-পরিচালক আফসানা মিমির উপস্থাপনায় অতিথি হয়েছিলেন শর্মিলা।
মিমির সঙ্গে খোলামেলা কথা বলেছেন গুণী এই অভিনেত্রী। কিছুটা সময় আলাপচারিতায় উঠে এসেছে শর্মিলা ঠাকুরের জীবনের নানান প্রসঙ্গ। ‘কথা’ নামক এ অনুষ্ঠানটি চ্যানেল আইতে দেখা যাবে আজ রাত ১০টা ৩০ মিনিটে। শর্মিলা ঠাকুর কিংবদন্তি ভারতীয় বাঙালি অভিনেত্রী। তার প্রথম সিনেমা সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার। তিনি ১৯৭০-এর দশকের সর্বোচ্চ পারিশ্রমিকগ্রহীতা অভিনেত্রীর একজন। দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। প্রথমবার মৌসুম (১৯৭৫) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে এবং দ্বিতীয়বার আবার অরণ্যে (২০০৩) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে। এ ছাড়া তিনি আরাধনা (১৯৬৯) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। শর্মিলা ঠাকুর ভারতের ক্রিকেটার ও নবাব মনসুর আলি খানকে বিয়ে করেন। তিনি এক পুত্র ও এক কন্যার জননী। পুত্র সাইফ আলি খান ও কন্যা সোহা আলি খানও অভিনয়শিল্পী।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চিকিৎসার জন্য প্রস্তুত রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন

আফসানা মিমির মুখোমুখি শর্মিলা ঠাকুর

আপডেট সময় : ০২:৫৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক: সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছেন ভারতের কিংবদন্তি নায়িকা শর্মিলা ঠাকুর। এসেছিলেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে। উৎসবটির উদ্বোধন করেছেন তিনি। বেশ উপভোগ করেছেন এবারের ঢাকা সফর। দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও। যাওয়ার আগে তিনি হাজির হয়েছিলেন চ্যানেল আইতে। সেখানে তাকে নিয়ে চ্যানেলটি একটি অনুষ্ঠান তৈরি করেছে। যেখানে অভিনেত্রী-পরিচালক আফসানা মিমির উপস্থাপনায় অতিথি হয়েছিলেন শর্মিলা।
মিমির সঙ্গে খোলামেলা কথা বলেছেন গুণী এই অভিনেত্রী। কিছুটা সময় আলাপচারিতায় উঠে এসেছে শর্মিলা ঠাকুরের জীবনের নানান প্রসঙ্গ। ‘কথা’ নামক এ অনুষ্ঠানটি চ্যানেল আইতে দেখা যাবে আজ রাত ১০টা ৩০ মিনিটে। শর্মিলা ঠাকুর কিংবদন্তি ভারতীয় বাঙালি অভিনেত্রী। তার প্রথম সিনেমা সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার। তিনি ১৯৭০-এর দশকের সর্বোচ্চ পারিশ্রমিকগ্রহীতা অভিনেত্রীর একজন। দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। প্রথমবার মৌসুম (১৯৭৫) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে এবং দ্বিতীয়বার আবার অরণ্যে (২০০৩) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে। এ ছাড়া তিনি আরাধনা (১৯৬৯) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। শর্মিলা ঠাকুর ভারতের ক্রিকেটার ও নবাব মনসুর আলি খানকে বিয়ে করেন। তিনি এক পুত্র ও এক কন্যার জননী। পুত্র সাইফ আলি খান ও কন্যা সোহা আলি খানও অভিনয়শিল্পী।