ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

আফজালের গীতিকবিতায় তানভীরের গান

  • আপডেট সময় : ১২:০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ৬৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ঈদে আসছে বরেণ্য অভিনেতা-নির্মাতা আফজাল হোসেনের কথায় তানভীর তারেক এর সুর-সংগীতে নতুন গান। গানটির শিরোনাম ‘কবে ও কীভাবে’। তানভীর তারেক জানান, গানটি মূলত আফজাল হোসেন রচিত কাব্যগ্রন্থ ‘আমরা ধুলোকনার আমরা আদর্শলিপির’ থেকে নেয়া। তার ভাষ্য, আফজাল ভাইয়ের স্নেহধন্য হওয়ায় নিজেকে ভেবে আনন্দ লাগে, সৃজনশীল কাজ করার সাহস পাই। এত বড় গুণী মানুষ আমাকে ভালবাসেন, আমার কাজকে অনুপ্রেরণা দেন। এটা আমার জন্য বিরাট প্রাপ্তি। তার নির্মাণের প্রথম চলচ্চিত্র ‘মানিকের লাল কাঁকড়া’তে আমি সংগীত পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। একই সাথে এ ছবিটিতে আমাকে দিয়ে অভিনয়ও করিয়েছেন তিনি।
তিনি বলেন,“বিচ্ছিন্নভাবে বিভিন্ন ধরনের কাজ হয়েছে মূলত আফজাল ভাইয়ের সাথে। সেখান থেকে হঠাৎ করে প্রস্তাব দিলাম তার একটি কবিতাকে গানে রুপান্তরের। তিনি সম্মতি জানালেন। গানের কথাগুলো এমন ‘আমার দিকে তাকিয়ে নেই তুমি, তুমি কান পেতে আছো কোলাহলে’। চমৎকার একটি গল্প আছে গানটিতে। পরে কবিতাটি গানে রুপান্তরের জন্য সংযোজন বিয়োজন করা হলো। আমি যখন তাকে ডেমো শুনালাম তখন তিনি যুক্তরাষ্ট্রে। এভাবেই গানটি তৈরি হলো।” আফজাল হোসেন বলেন,‘তানভীরের বিভিন্ন সৃজনশীল পাগলামি আমার ভাল লাগে। এটিও ওর একটা অংশ। ভাল কিছু হোক। সেই চাওয়াকে রেখেই আমি অনুপ্রেরণাটুকু দিতে পারি। ‘কবে ও কীভাবে’ শিরোনামের গানটি ‘সাউন্ডস অব তানভীর’ নামের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে ঈদ উপলক্ষে এবং বিশ্বব্যাপী গানটি আন্তর্জাতিক প্লাটফর্মে ডিস্ট্রিবিউট করবে স্বাধীন মিউজিক অ্যাপ। এটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন ইয়ামিন ইলান।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত

আফজালের গীতিকবিতায় তানভীরের গান

আপডেট সময় : ১২:০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

বিনোদন ডেস্ক: ঈদে আসছে বরেণ্য অভিনেতা-নির্মাতা আফজাল হোসেনের কথায় তানভীর তারেক এর সুর-সংগীতে নতুন গান। গানটির শিরোনাম ‘কবে ও কীভাবে’। তানভীর তারেক জানান, গানটি মূলত আফজাল হোসেন রচিত কাব্যগ্রন্থ ‘আমরা ধুলোকনার আমরা আদর্শলিপির’ থেকে নেয়া। তার ভাষ্য, আফজাল ভাইয়ের স্নেহধন্য হওয়ায় নিজেকে ভেবে আনন্দ লাগে, সৃজনশীল কাজ করার সাহস পাই। এত বড় গুণী মানুষ আমাকে ভালবাসেন, আমার কাজকে অনুপ্রেরণা দেন। এটা আমার জন্য বিরাট প্রাপ্তি। তার নির্মাণের প্রথম চলচ্চিত্র ‘মানিকের লাল কাঁকড়া’তে আমি সংগীত পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। একই সাথে এ ছবিটিতে আমাকে দিয়ে অভিনয়ও করিয়েছেন তিনি।
তিনি বলেন,“বিচ্ছিন্নভাবে বিভিন্ন ধরনের কাজ হয়েছে মূলত আফজাল ভাইয়ের সাথে। সেখান থেকে হঠাৎ করে প্রস্তাব দিলাম তার একটি কবিতাকে গানে রুপান্তরের। তিনি সম্মতি জানালেন। গানের কথাগুলো এমন ‘আমার দিকে তাকিয়ে নেই তুমি, তুমি কান পেতে আছো কোলাহলে’। চমৎকার একটি গল্প আছে গানটিতে। পরে কবিতাটি গানে রুপান্তরের জন্য সংযোজন বিয়োজন করা হলো। আমি যখন তাকে ডেমো শুনালাম তখন তিনি যুক্তরাষ্ট্রে। এভাবেই গানটি তৈরি হলো।” আফজাল হোসেন বলেন,‘তানভীরের বিভিন্ন সৃজনশীল পাগলামি আমার ভাল লাগে। এটিও ওর একটা অংশ। ভাল কিছু হোক। সেই চাওয়াকে রেখেই আমি অনুপ্রেরণাটুকু দিতে পারি। ‘কবে ও কীভাবে’ শিরোনামের গানটি ‘সাউন্ডস অব তানভীর’ নামের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে ঈদ উপলক্ষে এবং বিশ্বব্যাপী গানটি আন্তর্জাতিক প্লাটফর্মে ডিস্ট্রিবিউট করবে স্বাধীন মিউজিক অ্যাপ। এটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন ইয়ামিন ইলান।