ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫

আফগান সিরিজ দিয়ে মাঠে ফিরছে জুনিয়র টাইগাররা

  • আপডেট সময় : ০১:৩০:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
  • ১১৬ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে জাতীয় দলের নিয়মিত খেলা চললেও বয়সভিত্তিক দলগুলোর কার্যক্রম অনেকটাই মুখ থুবড়ে পড়েছে। অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সূচি অনুযায়ী আগামী বিশ্বকাপ এক বছরও বাকি নেই। কিন্তু এখনো আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পাওয়া হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এর নতুন দলটির। করোনাভাইরাসের কারণে থমকে গেছে সব। গত মার্চে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল যুব টাইগারদের। ভারতে হওয়ার কথা ছিল দুই দলের লড়াই। শেষপর্যন্ত এই সিরিজ আর মাঠে গড়ায়নি। এরপর প্রায় বন্ধ হয়ে আছে অনূর্ধ্ব-১৯ দলের কার্যক্রম। ২০২২ বিশ্বকাপকে সামনে রেখে আবার ব্যস্ততা বাড়ছে অনূর্ধ্ব-১৯ দলের। আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে আফগান যুবাদের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগেই শুরু হবে অনুশীলন ক্যাম্প। বিসিবির গেম ডেভলপমেন্টের ম্যানেজার আবু এনাম মোহাম্মদ কায়সার বলেন, ‘আমাদের অনূর্ধ্ব-১৯ দলের একটি হোম সিরিজ আছে আগামী সেপ্টেম্বরে। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল এখানে খেলতে আসবে। আমরা আশাবাদী, এই সিরিজের আগে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই আমরা দুই সপ্তাহের একটি ক্যাম্প শুরু করব।’
পাকিস্তানের সঙ্গে আমাদের আলোচনা চলছে। ওদের কিছু কমিটমেন্ট আছে, আমাদেরও কিছু কমিটমেন্ট আছে। অনেক সময়ই ওদের কমিটমেন্টের সঙ্গে আমাদের কমিটমেন্ট মিলছে না, আবার আমাদের সঙ্গে ওদের কমিটমেন্ট মিলছে না। দেখা যায় আমাদের দল যে সময় ফ্রি আছে, তখন তারা সময় বের করতে পারছে না। মার্চে আফগানিস্তানের বিপক্ষে স্থগিত হওয়া সিরিজে ৫টি ওয়ানডে ম্যাচের সঙ্গে ১টি চার দিনের ম্যাচ খেলার কথা ছিল জুনিয়র টাইগারদের। সেই সিরিজটিই এবার ঘরের মাঠে হচ্ছে বলে জানালেন কায়সার। এদিকে একমাত্র চারদিনের ম্যাচের সঙ্গে ৫টি ওয়ানডে ম্যাচ খেলতে গত এপ্রিলে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশে আসার কথা ছিল। সেই সিরিজটি স্থগিত হয়ে যায় করোনাভাইরাসের কারণে। এই সিরিজ নিয়েও আলোচনা চলছে দুই বোর্ডের। বিশ্বকাপে আগে ফাঁকা সময়ে মাঠে গড়াবে এই সিরিজ। কায়সার বলছিলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের আলোচনা চলছে। ওদের কিছু কমিটমেন্ট আছে, আমাদেরও কিছু কমিটমেন্ট আছে। অনেক সময়ই ওদের কমিটমেন্টের সঙ্গে আমাদের কমিটমেন্ট মিলছে না, আবার আমাদের সঙ্গে ওদের কমিটমেন্ট মিলছে না। দেখা যায় আমাদের দল যে সময় ফ্রি আছে, তখন তারা সময় বের করতে পারছে না।’ সঙ্গে যোগ করেন তিনি, ‘তাদের সঙ্গে আমাদের আলোচনা চলছে। বিশ্বকাপের আগে সুবিধাজনক সময়ে এই সিরিজ হবে। হোম সিরিজ হোক বা অ্যাওয়ে সিরিজ হোক, পাকিস্তানের সঙ্গে আমরা সিরিজ খেলব। তবে এখনই নির্দিষ্ট কোন দিনক্ষণ চূড়ান্ত নয়।’
২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট মাথায় তোলে আকবর আলীর দল। এবার চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখার মিশন নতুন অনূর্ধ্ব-১৯ দলের সামনে। তবে করোনাভাইরাসের কারণে আকবর-শামীমদের মতো প্রস্তুতি নিতে পারছে না এবারের দলটি। কায়সার জানালেন, তবুও অন্যদের তুলনায় প্রস্তুতিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বেশ এগিয়ে। বিসিবির গেম ডেভলপমেন্টের ম্যানেজার বলেন, ‘গতবছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল ম্যাচের পর থেকে অনূর্ধ্ব-১৯ এর কোন দলই ম্যাচ খেলেনি। যদি কোন দল খেলে, আমরাই প্রথম দল হিসেবে খেলতে নামব।’ আরও জানান কায়সার, ‘গতবারের তুলনাই এবার অনুশীলনে তো অবশ্যই ঘাটতি আছে। তবে তখনকার সঙ্গে এখনকার পরিস্থিতি তুলনা করা ঠিক হবে না। এবার কিন্তু কোনো দলই প্রস্তুত না। তবে এতটুকু বলতে পারি, অন্যান্য দলগুলোর তুলনায় প্রস্তুতিতে আমরা এগিয়ে আছি। আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচ এখনো খেলা হয়নি যদিও, কিন্তু প্রস্তুতিতে আমরাই এগিয়ে আছি।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগান সিরিজ দিয়ে মাঠে ফিরছে জুনিয়র টাইগাররা

আপডেট সময় : ০১:৩০:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১

ক্রীড়া প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে জাতীয় দলের নিয়মিত খেলা চললেও বয়সভিত্তিক দলগুলোর কার্যক্রম অনেকটাই মুখ থুবড়ে পড়েছে। অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সূচি অনুযায়ী আগামী বিশ্বকাপ এক বছরও বাকি নেই। কিন্তু এখনো আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পাওয়া হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এর নতুন দলটির। করোনাভাইরাসের কারণে থমকে গেছে সব। গত মার্চে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল যুব টাইগারদের। ভারতে হওয়ার কথা ছিল দুই দলের লড়াই। শেষপর্যন্ত এই সিরিজ আর মাঠে গড়ায়নি। এরপর প্রায় বন্ধ হয়ে আছে অনূর্ধ্ব-১৯ দলের কার্যক্রম। ২০২২ বিশ্বকাপকে সামনে রেখে আবার ব্যস্ততা বাড়ছে অনূর্ধ্ব-১৯ দলের। আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে আফগান যুবাদের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগেই শুরু হবে অনুশীলন ক্যাম্প। বিসিবির গেম ডেভলপমেন্টের ম্যানেজার আবু এনাম মোহাম্মদ কায়সার বলেন, ‘আমাদের অনূর্ধ্ব-১৯ দলের একটি হোম সিরিজ আছে আগামী সেপ্টেম্বরে। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল এখানে খেলতে আসবে। আমরা আশাবাদী, এই সিরিজের আগে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই আমরা দুই সপ্তাহের একটি ক্যাম্প শুরু করব।’
পাকিস্তানের সঙ্গে আমাদের আলোচনা চলছে। ওদের কিছু কমিটমেন্ট আছে, আমাদেরও কিছু কমিটমেন্ট আছে। অনেক সময়ই ওদের কমিটমেন্টের সঙ্গে আমাদের কমিটমেন্ট মিলছে না, আবার আমাদের সঙ্গে ওদের কমিটমেন্ট মিলছে না। দেখা যায় আমাদের দল যে সময় ফ্রি আছে, তখন তারা সময় বের করতে পারছে না। মার্চে আফগানিস্তানের বিপক্ষে স্থগিত হওয়া সিরিজে ৫টি ওয়ানডে ম্যাচের সঙ্গে ১টি চার দিনের ম্যাচ খেলার কথা ছিল জুনিয়র টাইগারদের। সেই সিরিজটিই এবার ঘরের মাঠে হচ্ছে বলে জানালেন কায়সার। এদিকে একমাত্র চারদিনের ম্যাচের সঙ্গে ৫টি ওয়ানডে ম্যাচ খেলতে গত এপ্রিলে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশে আসার কথা ছিল। সেই সিরিজটি স্থগিত হয়ে যায় করোনাভাইরাসের কারণে। এই সিরিজ নিয়েও আলোচনা চলছে দুই বোর্ডের। বিশ্বকাপে আগে ফাঁকা সময়ে মাঠে গড়াবে এই সিরিজ। কায়সার বলছিলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের আলোচনা চলছে। ওদের কিছু কমিটমেন্ট আছে, আমাদেরও কিছু কমিটমেন্ট আছে। অনেক সময়ই ওদের কমিটমেন্টের সঙ্গে আমাদের কমিটমেন্ট মিলছে না, আবার আমাদের সঙ্গে ওদের কমিটমেন্ট মিলছে না। দেখা যায় আমাদের দল যে সময় ফ্রি আছে, তখন তারা সময় বের করতে পারছে না।’ সঙ্গে যোগ করেন তিনি, ‘তাদের সঙ্গে আমাদের আলোচনা চলছে। বিশ্বকাপের আগে সুবিধাজনক সময়ে এই সিরিজ হবে। হোম সিরিজ হোক বা অ্যাওয়ে সিরিজ হোক, পাকিস্তানের সঙ্গে আমরা সিরিজ খেলব। তবে এখনই নির্দিষ্ট কোন দিনক্ষণ চূড়ান্ত নয়।’
২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট মাথায় তোলে আকবর আলীর দল। এবার চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখার মিশন নতুন অনূর্ধ্ব-১৯ দলের সামনে। তবে করোনাভাইরাসের কারণে আকবর-শামীমদের মতো প্রস্তুতি নিতে পারছে না এবারের দলটি। কায়সার জানালেন, তবুও অন্যদের তুলনায় প্রস্তুতিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বেশ এগিয়ে। বিসিবির গেম ডেভলপমেন্টের ম্যানেজার বলেন, ‘গতবছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল ম্যাচের পর থেকে অনূর্ধ্ব-১৯ এর কোন দলই ম্যাচ খেলেনি। যদি কোন দল খেলে, আমরাই প্রথম দল হিসেবে খেলতে নামব।’ আরও জানান কায়সার, ‘গতবারের তুলনাই এবার অনুশীলনে তো অবশ্যই ঘাটতি আছে। তবে তখনকার সঙ্গে এখনকার পরিস্থিতি তুলনা করা ঠিক হবে না। এবার কিন্তু কোনো দলই প্রস্তুত না। তবে এতটুকু বলতে পারি, অন্যান্য দলগুলোর তুলনায় প্রস্তুতিতে আমরা এগিয়ে আছি। আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচ এখনো খেলা হয়নি যদিও, কিন্তু প্রস্তুতিতে আমরাই এগিয়ে আছি।’