ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

আফগান সিরিজে নাসুম-নাহিদ বাদ

  • আপডেট সময় : ০৮:৪০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: চলতি বছর খুব বেশি ওয়ানডে ফরম্যাটে মাঠে নামেনি বাংলাদেশ। সবশেষ ঘরের মাটিতে গেল মার্চ মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলেছিল। ওই সিরিজের পর কেটে গেছে আট মাস। এর মধ্যে শুধু টি-টোয়েন্টি এবং টেস্ট ফরম্যাটেই খেলেছে টাইগাররা। এবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়ে ফের ওয়ানডে সংস্করণে ফিরছে শান্তরা। আজ বুধবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতে মাঠে নামবে শান্তরা। এর আগে প্রথম ম্যাচ থেকে ঘোষিত দল থেকে বাদ পড়েছেন নাসুম আহমেদ ও নাহিদ রানা।
আফগানিস্তান সিরিজকে ১ নভেম্বর সাকিব আল হাসানকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ। যেখানে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়ে থাকেন পেসার নাহিদ রানা। এদিকে লম্বা সময়ের পর দলে ফেরেন নাসুম আহমেদ। তবে আফগানদের বিপক্ষে সিরিজ খেলতে দুই বহরে ক্রিকেটাররা দেশ ছাড়লেও ভিসা জটিলতায় ম্যাচের আগের দিনও দেশ ছাড়তে পারেননি নাসুম ও রানা। তাতে শারজাতে আগামীকালের ম্যাচে বাংলাদেশকে একাদশ নির্বাচন করতে হবে ১৩ জনের মধ্যে থেকে।
জানা গেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ ছাড়ার কথা থাকলেও ভিসা জটিলতায় দেশ ছড়াতে না পারায় প্রথম ম্যাচে দলের সঙ্গে থাকা হচ্ছে না এই দুই জনের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফিস দেশের একটি গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিসা পাওয়ার পর হয়তো আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন নাসুম ও নাহিদ।
নাফিস জানান, গতকালও তারা ভিসা পায়নি। আশা করছেন তারা আজ যাবেন। সম্ভবত আজ তারা ভিসা পেয়ে যাবেন। দুর্ভাগ্যবশত প্রথম ম্যাচে তারা নেই।
এর আগে ৯ জনের একটি দল শনিবার দেশ ছাড়ে। চারজন পরের দিনে রওনা হন। নাসুম ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর প্রথমবার দলে ডাক পান। আর এই প্রথম ওয়ানডে দলে নাহিদ। সিরিজের বাকি দুটি ম্যাচ ৯ ও ১১ নভেম্বর।
প্রথম ম্যাচে বাংলাদেশ দল: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আফগান সিরিজে নাসুম-নাহিদ বাদ

আপডেট সময় : ০৮:৪০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: চলতি বছর খুব বেশি ওয়ানডে ফরম্যাটে মাঠে নামেনি বাংলাদেশ। সবশেষ ঘরের মাটিতে গেল মার্চ মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলেছিল। ওই সিরিজের পর কেটে গেছে আট মাস। এর মধ্যে শুধু টি-টোয়েন্টি এবং টেস্ট ফরম্যাটেই খেলেছে টাইগাররা। এবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়ে ফের ওয়ানডে সংস্করণে ফিরছে শান্তরা। আজ বুধবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতে মাঠে নামবে শান্তরা। এর আগে প্রথম ম্যাচ থেকে ঘোষিত দল থেকে বাদ পড়েছেন নাসুম আহমেদ ও নাহিদ রানা।
আফগানিস্তান সিরিজকে ১ নভেম্বর সাকিব আল হাসানকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ। যেখানে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়ে থাকেন পেসার নাহিদ রানা। এদিকে লম্বা সময়ের পর দলে ফেরেন নাসুম আহমেদ। তবে আফগানদের বিপক্ষে সিরিজ খেলতে দুই বহরে ক্রিকেটাররা দেশ ছাড়লেও ভিসা জটিলতায় ম্যাচের আগের দিনও দেশ ছাড়তে পারেননি নাসুম ও রানা। তাতে শারজাতে আগামীকালের ম্যাচে বাংলাদেশকে একাদশ নির্বাচন করতে হবে ১৩ জনের মধ্যে থেকে।
জানা গেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ ছাড়ার কথা থাকলেও ভিসা জটিলতায় দেশ ছড়াতে না পারায় প্রথম ম্যাচে দলের সঙ্গে থাকা হচ্ছে না এই দুই জনের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফিস দেশের একটি গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিসা পাওয়ার পর হয়তো আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন নাসুম ও নাহিদ।
নাফিস জানান, গতকালও তারা ভিসা পায়নি। আশা করছেন তারা আজ যাবেন। সম্ভবত আজ তারা ভিসা পেয়ে যাবেন। দুর্ভাগ্যবশত প্রথম ম্যাচে তারা নেই।
এর আগে ৯ জনের একটি দল শনিবার দেশ ছাড়ে। চারজন পরের দিনে রওনা হন। নাসুম ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর প্রথমবার দলে ডাক পান। আর এই প্রথম ওয়ানডে দলে নাহিদ। সিরিজের বাকি দুটি ম্যাচ ৯ ও ১১ নভেম্বর।
প্রথম ম্যাচে বাংলাদেশ দল: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।