ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

আফগান সমস্যা নিয়ে আলোচনায় দিল্লিতে সিআইএ প্রধান

  • আপডেট সময় : ১২:০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
  • ১৩২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের জন্য দিল্লি সফর শুরু করেছেন মার্কিন তদন্ত সংস্থা সিআইএ প্রধান উইলিয়া জে বার্নস। গত মঙ্গলবার এই সফর শুরু করেছেন তিনি। নিজস্ব সূত্রের বরাতে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, নিরাপত্তা এবং কৌশলগত অবস্থান নিয়ে এই সফরের আলোচনায় গুরুত্ব পাবে।
দ্রুত পরিবর্তন হতে থাকা আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং শীর্ষ গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন সিআইএ প্রধান উইলিয়াম জে বার্নস।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সিআইএ প্রধানের সফর এবং এর এজেন্ডা নিয়ে ভারত ও আমেরিকান কর্মকর্তারা প্রকাশ্যে মুখ খুলছেন না। তবে বেশ কয়েকটি সূত্র এই সফর এবং এর আলোচ্যসূচির কথা নিশ্চিত করেছেন।
তালেবানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করতে গত মাসে আফগানিস্তান সফর করেন সিআইএ প্রধান উইলিয়াম জে বার্নস। ওই সফরে তিনি তালেবান নেতা মোল্লা আবদুল গণি বারাদারসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন।
ঘটনাক্রমে সিআইএ প্রধান যখন দিল্লি সফর করছেন, সেই একই সময়ে ভারতে রয়েছেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভ। তিনিও আফগান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই দিল্লি গিয়েছেন।
রুশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আফগান সমস্যা নিয়ে আলোচনায় দিল্লিতে সিআইএ প্রধান

আপডেট সময় : ১২:০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের জন্য দিল্লি সফর শুরু করেছেন মার্কিন তদন্ত সংস্থা সিআইএ প্রধান উইলিয়া জে বার্নস। গত মঙ্গলবার এই সফর শুরু করেছেন তিনি। নিজস্ব সূত্রের বরাতে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, নিরাপত্তা এবং কৌশলগত অবস্থান নিয়ে এই সফরের আলোচনায় গুরুত্ব পাবে।
দ্রুত পরিবর্তন হতে থাকা আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং শীর্ষ গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন সিআইএ প্রধান উইলিয়াম জে বার্নস।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সিআইএ প্রধানের সফর এবং এর এজেন্ডা নিয়ে ভারত ও আমেরিকান কর্মকর্তারা প্রকাশ্যে মুখ খুলছেন না। তবে বেশ কয়েকটি সূত্র এই সফর এবং এর আলোচ্যসূচির কথা নিশ্চিত করেছেন।
তালেবানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করতে গত মাসে আফগানিস্তান সফর করেন সিআইএ প্রধান উইলিয়াম জে বার্নস। ওই সফরে তিনি তালেবান নেতা মোল্লা আবদুল গণি বারাদারসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন।
ঘটনাক্রমে সিআইএ প্রধান যখন দিল্লি সফর করছেন, সেই একই সময়ে ভারতে রয়েছেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভ। তিনিও আফগান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই দিল্লি গিয়েছেন।
রুশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন।