ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তান থেকে সব কূটনীতিককে ফিরিয়ে আনল ভারত

  • আপডেট সময় : ১১:৪১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
  • ১১০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান থেকে তাদের রাষ্ট্রদূত ও অন্য সব কূটনীতিককে সরিয়ে নিয়েছে ভারত। তাদের সবাই গত মঙ্গলবার একটি বিশেষ সামরিক বিমানে করে দেশটি ছেড়ে যান বলে জানিয়েছে বিবিসি।
ওই বিমানটিতে কূটনীতিক, কর্মকর্তা, নিরাপত্তা সদস্য ও আটকা পড়া কিছু বেসামরিকসহ প্রায় দেড়শ লোক ছিলেন। তাদের বহনকারী বিমানটি ওই দিন সন্ধ্যায় ভারতের রাজধানী দিল্লির নিকটবর্তী হিনদোন ঘাঁটিতে অবতরণ করে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কূটনীতিকদের সরিয়ে আনার এ প্রক্রিয়া ‘কঠিন ও জটিল পরীক্ষা’ ছিল বলে মন্তব্য করেছেন। আফগানিস্তানে ভারতের রাষ্ট্রদূত রুদেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, এখনও আফগানিস্তানে কিছু ভারতীয় আটকা পড়ে রয়েছেন, বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু হলে তাদের ফিরিয়ে আনা হবে।
বার্তা সংস্থা পিটিআইকে তিনি বলেন, “এই কারণেই কাবুল বিমানবন্দরের কার্যক্রম যতদিন সচল থাকবে এয়ার ইন্ডিয়া তাদের বাণিজ্যিক পরিষেবা চালিয়ে যাবে।”
আফগানিস্তানে ভারত তাদের অসমাপ্ত প্রকল্পগুলো শেষ করতে পারবে বলে ঘোষণা করেছে তালেবান। তবে বিশ্লেষকরা মনে করছেন, ভারতের জন্য এখন বড় চ্যালেঞ্জ হল তারা তালেবান সরকারকে স্বীকৃতি দেবে কি দেবে না।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আফগানিস্তান থেকে সব কূটনীতিককে ফিরিয়ে আনল ভারত

আপডেট সময় : ১১:৪১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান থেকে তাদের রাষ্ট্রদূত ও অন্য সব কূটনীতিককে সরিয়ে নিয়েছে ভারত। তাদের সবাই গত মঙ্গলবার একটি বিশেষ সামরিক বিমানে করে দেশটি ছেড়ে যান বলে জানিয়েছে বিবিসি।
ওই বিমানটিতে কূটনীতিক, কর্মকর্তা, নিরাপত্তা সদস্য ও আটকা পড়া কিছু বেসামরিকসহ প্রায় দেড়শ লোক ছিলেন। তাদের বহনকারী বিমানটি ওই দিন সন্ধ্যায় ভারতের রাজধানী দিল্লির নিকটবর্তী হিনদোন ঘাঁটিতে অবতরণ করে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কূটনীতিকদের সরিয়ে আনার এ প্রক্রিয়া ‘কঠিন ও জটিল পরীক্ষা’ ছিল বলে মন্তব্য করেছেন। আফগানিস্তানে ভারতের রাষ্ট্রদূত রুদেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, এখনও আফগানিস্তানে কিছু ভারতীয় আটকা পড়ে রয়েছেন, বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু হলে তাদের ফিরিয়ে আনা হবে।
বার্তা সংস্থা পিটিআইকে তিনি বলেন, “এই কারণেই কাবুল বিমানবন্দরের কার্যক্রম যতদিন সচল থাকবে এয়ার ইন্ডিয়া তাদের বাণিজ্যিক পরিষেবা চালিয়ে যাবে।”
আফগানিস্তানে ভারত তাদের অসমাপ্ত প্রকল্পগুলো শেষ করতে পারবে বলে ঘোষণা করেছে তালেবান। তবে বিশ্লেষকরা মনে করছেন, ভারতের জন্য এখন বড় চ্যালেঞ্জ হল তারা তালেবান সরকারকে স্বীকৃতি দেবে কি দেবে না।