ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

আফগানিস্তান ছাড়তে আগ্রহী খেলোয়াড়দের সহায়তা করবে ফিফা

  • আপডেট সময় : ১০:১৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
  • ১৩৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : আফগানিস্তানে এক যুব ফুটবলারের বিমান থেকে পড়ে নিহত হওয়ার ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাও শোক প্রকাশ করেছে এই ঘটনায়। তাই পরিস্থিতির গুরুত্ব বুঝে আফগানিস্তান থেকে নারী-পুরুষ ফুটবলারদের সরিয়ে নিতে কাজ করছে ফিফা ও পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। ফিফার সেক্রেটারি জেনারেল ফাতমা সামোরা এএফপিকে বলেছেন, যেসব আফগান নারী ও পুরুষ ফুটবলার দেশ ছেড়ে যেতে চান, তাদের সহায়তা করা হবে। গত সপ্তাহে তালেবান যোদ্ধারা কাবুল দখল করলে রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমাতে থাকেন আতঙ্কিত আফগান নাগরিকরা। উদ্দেশ্যে যেভাবেই হোক দেশ ছেড়ে পালানো। তাই মার্কিন সামরিক বিমানে ঝুলে যেতে হুড়োহুড়ি করতে দেখা যায় অনেককে। ওই বিমানে ঝুলে যাওয়ার চেষ্টা করেই বিপদ ডেকে আনেন আফগান যুব দলের ফুটবলার জাকি আনওয়ার। নিচে পড়ে নিহত হন তিনি।
ফলে পরিস্থিতি দেখে বোঝাই যাচ্ছে, তালেবানের ক্ষমতার কেন্দ্রে আসার পর সেখানকার ক্রীড়া বিদরা ভীষণ আতঙ্কগ্রস্ত। এ কারণেই সামোরা বলেছেন, ‘এই পরিস্থিতিতে আমরা ফিফপ্রোর সঙ্গে কাজ করছি। আমরা এভাবে সহযোগিতার কাজ অতীতেও করেছি, এখনও করতে চাই।’ ফিফপ্রো শুক্রবার টুইটারে জানিয়েছে, যেসব ক্রীড়াবিদ ঝুঁকির মাঝে রয়েছেন, তাদের সরিয়ে নিতে সরকারের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হচ্ছে। যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আফগানিস্তান ছাড়তে আগ্রহী খেলোয়াড়দের সহায়তা করবে ফিফা

আপডেট সময় : ১০:১৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১

ক্রীড়া ডেস্ক : আফগানিস্তানে এক যুব ফুটবলারের বিমান থেকে পড়ে নিহত হওয়ার ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাও শোক প্রকাশ করেছে এই ঘটনায়। তাই পরিস্থিতির গুরুত্ব বুঝে আফগানিস্তান থেকে নারী-পুরুষ ফুটবলারদের সরিয়ে নিতে কাজ করছে ফিফা ও পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। ফিফার সেক্রেটারি জেনারেল ফাতমা সামোরা এএফপিকে বলেছেন, যেসব আফগান নারী ও পুরুষ ফুটবলার দেশ ছেড়ে যেতে চান, তাদের সহায়তা করা হবে। গত সপ্তাহে তালেবান যোদ্ধারা কাবুল দখল করলে রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমাতে থাকেন আতঙ্কিত আফগান নাগরিকরা। উদ্দেশ্যে যেভাবেই হোক দেশ ছেড়ে পালানো। তাই মার্কিন সামরিক বিমানে ঝুলে যেতে হুড়োহুড়ি করতে দেখা যায় অনেককে। ওই বিমানে ঝুলে যাওয়ার চেষ্টা করেই বিপদ ডেকে আনেন আফগান যুব দলের ফুটবলার জাকি আনওয়ার। নিচে পড়ে নিহত হন তিনি।
ফলে পরিস্থিতি দেখে বোঝাই যাচ্ছে, তালেবানের ক্ষমতার কেন্দ্রে আসার পর সেখানকার ক্রীড়া বিদরা ভীষণ আতঙ্কগ্রস্ত। এ কারণেই সামোরা বলেছেন, ‘এই পরিস্থিতিতে আমরা ফিফপ্রোর সঙ্গে কাজ করছি। আমরা এভাবে সহযোগিতার কাজ অতীতেও করেছি, এখনও করতে চাই।’ ফিফপ্রো শুক্রবার টুইটারে জানিয়েছে, যেসব ক্রীড়াবিদ ঝুঁকির মাঝে রয়েছেন, তাদের সরিয়ে নিতে সরকারের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হচ্ছে। যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।