ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

আফগানিস্তানে সাড়ে ২৮ হাজার শিশুর প্রাণহানি: জাতিসংঘ

  • আপডেট সময় : ১২:২৫:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : গত ১৬ বছরে সাড়ে ২৮ হাজার শিশু নিহত হয়েছে আফগানিস্তানে। যা পুরো বিশ্বের ২৭ শতাংশ। ২০০৫ সাল থেকে এ পর্যন্ত এত শিশু সংঘাতে প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু বিষয়ক তহবিল (ইউনিসেফ)।
ইউনিসেফের তথ্যমতে, গত ১৬ বছরে সর্বোচ্চ সংখ্যক শিশু আফগানিস্তানে প্রাণ হারায়। শুধু আফগানিস্তান নয়, ইয়েমেন, সিরিয়া এবং ইথিওপিয়ার উত্তরাঞ্চলে সংঘাতে শিশুদের চরম মূল্য দিতে হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে ইউনিসেফ।
বছরের পর বছর ধরে বিভিন্ন পক্ষের অব্যাহত সংঘাতের কারণে শিশুরা অধিকার বঞ্চিতের পাশাপাশি অবহেলার কারণে মৃত্যুর মুখে। ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষায় সর্বোচ্চ চেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনেরিয়েটা ফোর। বিবৃতি উল্লেখ করা হয়েছে, গত ১৬ বছরে আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য এবং লাতিন আমেরিকার ৩০টি সংঘাতপূর্ণ অঞ্চলে ২ লাখ ৬৬ হাজারের বেশি শিশুর অধিকার লঙ্ঘনের যাচাই করেছে জাতিসংঘ।
আফগানিস্তানে গত ২০ বছরের যুদ্ধে সবচেয়ে বেশি ভুগতে শিশুদেরকে। শিশুদের সুরক্ষায় সব জায়গার বিবদমান পক্ষগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আবু সাঈদের নৃশংস হত্যাকাণ্ডে গণঅভ্যুত্থানের সূচনা

আফগানিস্তানে সাড়ে ২৮ হাজার শিশুর প্রাণহানি: জাতিসংঘ

আপডেট সময় : ১২:২৫:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : গত ১৬ বছরে সাড়ে ২৮ হাজার শিশু নিহত হয়েছে আফগানিস্তানে। যা পুরো বিশ্বের ২৭ শতাংশ। ২০০৫ সাল থেকে এ পর্যন্ত এত শিশু সংঘাতে প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু বিষয়ক তহবিল (ইউনিসেফ)।
ইউনিসেফের তথ্যমতে, গত ১৬ বছরে সর্বোচ্চ সংখ্যক শিশু আফগানিস্তানে প্রাণ হারায়। শুধু আফগানিস্তান নয়, ইয়েমেন, সিরিয়া এবং ইথিওপিয়ার উত্তরাঞ্চলে সংঘাতে শিশুদের চরম মূল্য দিতে হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে ইউনিসেফ।
বছরের পর বছর ধরে বিভিন্ন পক্ষের অব্যাহত সংঘাতের কারণে শিশুরা অধিকার বঞ্চিতের পাশাপাশি অবহেলার কারণে মৃত্যুর মুখে। ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষায় সর্বোচ্চ চেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনেরিয়েটা ফোর। বিবৃতি উল্লেখ করা হয়েছে, গত ১৬ বছরে আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য এবং লাতিন আমেরিকার ৩০টি সংঘাতপূর্ণ অঞ্চলে ২ লাখ ৬৬ হাজারের বেশি শিশুর অধিকার লঙ্ঘনের যাচাই করেছে জাতিসংঘ।
আফগানিস্তানে গত ২০ বছরের যুদ্ধে সবচেয়ে বেশি ভুগতে শিশুদেরকে। শিশুদের সুরক্ষায় সব জায়গার বিবদমান পক্ষগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।