আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে নিযুক্ত মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের শীর্ষ জেনারেল অস্টিন স্কট মিলার স্থানীয় সময় গত সোমবার পদত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রে সেনা অভিযান আগামী ৩১ আগস্ট শেষ হতে পারে—মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন ঘোষণার পরে তিনি পদত্যাগ করলেন।
যুক্তরাজ্যসহ ন্যাটো সদস্যভুক্ত অন্য দেশগুলো প্রায় সব সেনাসদস্য সরিয়ে নিয়েছে। গতকাল খুব সাদামাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে জেনারেল মিলার তাঁর দায়িত্ব যুক্তরাষ্ট্রের দুই জেনারেলের কাছে হস্তান্তর করেন। তাঁদের মধ্যে একজন ফ্লোরিডায় সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তরে মার্কিন সেনা অভিযানের তদারক করবেন। আরেকজন আনুষ্ঠানিকভাবে মার্কিন সেনা প্রত্যাহারের পরেও অবশিষ্ট ৬৫০ সেনা নিয়ন্ত্রণ করবেন।
মিলার আফগানিস্তানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বলেন, বিদায় বলার সময় এসেছে। আফগানিস্তানে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন মিলার।
আফগানিস্তানের বেশির ভাগ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। সম্প্রতি আফগানিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে তালেবান। গুরুত্বপূর্ণ সীমান্ত–ক্রসিংগুলো নিয়ন্ত্রণে নিচ্ছে।
২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট তালেবানদের ক্ষমতাচ্যুত করেছে। প্রেসিডেন্ট বাইডেন ও অন্যান্য মার্কিন নেতা মনে করেন, তালেবানরা কাবুল থেকে আর আফগান সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারবে না। গতকালের ওই অনুষ্ঠানের পর আফগানিস্তানের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা হামদুল্লাহ মুহিব সাংবাদিকদের বলেন, ক্ষমতার কোনো পালাবদল ঘটবে না।
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেলের পদত্যাগ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ