ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

আফগানিস্তানে বিয়ের আসরে গোলার আঘাতে নিহত ৬

  • আপডেট সময় : ১২:৩২:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
  • ৯৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কাপিসা প্রদেশে বিয়ের আসরে মর্টারের গোলার আঘাতে নারী ও শিশুসহ অন্তত ছয় জন নিহত হয়েছেন।
গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় তাগাব জেলার এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে রোববার দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।
তাগাবে আফগানিস্তানের সরকারি বাহিনীগুলোর সঙ্গে তালেবান বিদ্রোহীদের লড়াই চলছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কাপিসা পুলিশের মুখপাত্র শায়েক শোরেশ জানিয়েছেন, একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলার সময় সেখানে একটি মর্টারের গোলা এসে পড়ে। গোলাটির বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ছয় জন নিহত এবং আরও চার জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু রাজধানী কাবুলের ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা এ ঘটনায় নিহত অন্তত ১০ ও আহত ১৮ জন বলে উল্লেখ করেছেন।
পুলিশ কর্মকর্তা শোরেশ, মর্টারের গোলাটি ছোড়ার জন্য তালেবানকে দায়ী করেছেন। অপরদিকে তালেবানের একজন মুখপাত্র অভিযোগ প্রত্যাখ্যান করে নিরাপত্তা বাহিনী গোলাটি ছুড়েছিল বলে পাল্টা অভিযোগ করেছে।
আফগানিস্তানে লড়াইরত পক্ষগুলোর গোলাগুলির মাঝে পড়ে প্রায়ই বেসামরিক মানুষের মৃত্যু হয়।
আফগানিস্তানে মোতায়েন সব সেনা ১১ সেপ্টেম্বরের মধ্যে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে সৈন্য প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। গত মাসে ওয়াশিংটনের ওই ঘোষণার পর থেকে আফগানিস্তানজুড়ে সহিংসতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
গত মাসে জাতিসংঘ জানায়, চলতি বছরের প্রথম তিন মাসে আফগানিস্তানে সরকারি বাহিনী ও তালেবান বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ে প্রায় এক হাজার ৮০০ বেসামরিক নিহত হয়েছেন। দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা চললেও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আফগানিস্তানে বিয়ের আসরে গোলার আঘাতে নিহত ৬

আপডেট সময় : ১২:৩২:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কাপিসা প্রদেশে বিয়ের আসরে মর্টারের গোলার আঘাতে নারী ও শিশুসহ অন্তত ছয় জন নিহত হয়েছেন।
গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় তাগাব জেলার এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে রোববার দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।
তাগাবে আফগানিস্তানের সরকারি বাহিনীগুলোর সঙ্গে তালেবান বিদ্রোহীদের লড়াই চলছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কাপিসা পুলিশের মুখপাত্র শায়েক শোরেশ জানিয়েছেন, একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলার সময় সেখানে একটি মর্টারের গোলা এসে পড়ে। গোলাটির বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ছয় জন নিহত এবং আরও চার জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু রাজধানী কাবুলের ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা এ ঘটনায় নিহত অন্তত ১০ ও আহত ১৮ জন বলে উল্লেখ করেছেন।
পুলিশ কর্মকর্তা শোরেশ, মর্টারের গোলাটি ছোড়ার জন্য তালেবানকে দায়ী করেছেন। অপরদিকে তালেবানের একজন মুখপাত্র অভিযোগ প্রত্যাখ্যান করে নিরাপত্তা বাহিনী গোলাটি ছুড়েছিল বলে পাল্টা অভিযোগ করেছে।
আফগানিস্তানে লড়াইরত পক্ষগুলোর গোলাগুলির মাঝে পড়ে প্রায়ই বেসামরিক মানুষের মৃত্যু হয়।
আফগানিস্তানে মোতায়েন সব সেনা ১১ সেপ্টেম্বরের মধ্যে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে সৈন্য প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। গত মাসে ওয়াশিংটনের ওই ঘোষণার পর থেকে আফগানিস্তানজুড়ে সহিংসতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
গত মাসে জাতিসংঘ জানায়, চলতি বছরের প্রথম তিন মাসে আফগানিস্তানে সরকারি বাহিনী ও তালেবান বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ে প্রায় এক হাজার ৮০০ বেসামরিক নিহত হয়েছেন। দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা চললেও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।