ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

আফগানিস্তানে ফের হামলার হুঁশিয়ারি পাকিস্তানের

  • আপডেট সময় : ১২:১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানে আবারো হামলা চালাতে পারে পাকিস্তান। ইসলামাবাদ ও দক্ষিণ ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলার পর এই হুঁশিয়ারি দিয়েছে দেশটি।সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে পাকিস্তান আফগানিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে অভিযান চালানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, আফগান তালেবান সরকার পাকিস্তানে হামলার পেছনে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) জানিয়েছে, গত দুই দিনে দেশটিতে দুটি বড় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। একটি দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা ক্যাডেট কলেজে এবং অপরটি রাজধানী ইসলামাবাদে। ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। এ ঘটনায় দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রধারী দেশে উত্তেজনা তৈরি হয়েছে।

জিও নিউজের ‘আজ শাহজেব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ‘সীমান্ত পার হয়ে আফগানিস্তানের ভেতরে অভিযান চালানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তালেবানের আশ্রয়ে থাকা গোষ্ঠীগুলোই বারবার আমাদের ওপর হামলা চালাচ্ছে।’

তিনি আরো বলেন, পাকিস্তান কখনো আগ্রাসন শুরু করবে না। তবে যদি পাকিস্তানের ওপর হামলা হয়, দেশ সমান জবাব দেবে। প্রতিরক্ষামন্ত্রী আফগান তালেবান সরকারের হামলার নিন্দা ‘অবিশ্বাসযোগ্য’ হিসেবে প্রত্যাখ্যান করেছেন এবং বলেন, কাবুলের নেতৃত্ব চাইলে পাকিস্তানে সন্ত্রাস রোধ করতে পারত।

খাজা আসিফ সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘আমরা এক ধরনের যুদ্ধের মধ্যে আছি। যারা মনে করছে পাকিস্তান সেনাবাহিনী শুধু সীমান্তে লড়ছে, ইসলামাবাদের হামলা তাদের চোখ খুলে দিয়েছে। সন্ত্রাসবিরোধী এই লড়াই সমগ্র পাকিস্তানের, এবং সেনাবাহিনীর ত্যাগই জাতিকে নিরাপত্তা দিচ্ছে।’

তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান সীমান্ত বা শহরে কোনো সন্ত্রাস সহ্য করবে না এবং প্রতিটি হামলার কঠোর জবাব নিশ্চিত করা হবে।

এসি/আপ্র/১২/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আফগানিস্তানে ফের হামলার হুঁশিয়ারি পাকিস্তানের

আপডেট সময় : ১২:১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানে আবারো হামলা চালাতে পারে পাকিস্তান। ইসলামাবাদ ও দক্ষিণ ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলার পর এই হুঁশিয়ারি দিয়েছে দেশটি।সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে পাকিস্তান আফগানিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে অভিযান চালানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, আফগান তালেবান সরকার পাকিস্তানে হামলার পেছনে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) জানিয়েছে, গত দুই দিনে দেশটিতে দুটি বড় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। একটি দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা ক্যাডেট কলেজে এবং অপরটি রাজধানী ইসলামাবাদে। ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। এ ঘটনায় দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রধারী দেশে উত্তেজনা তৈরি হয়েছে।

জিও নিউজের ‘আজ শাহজেব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ‘সীমান্ত পার হয়ে আফগানিস্তানের ভেতরে অভিযান চালানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তালেবানের আশ্রয়ে থাকা গোষ্ঠীগুলোই বারবার আমাদের ওপর হামলা চালাচ্ছে।’

তিনি আরো বলেন, পাকিস্তান কখনো আগ্রাসন শুরু করবে না। তবে যদি পাকিস্তানের ওপর হামলা হয়, দেশ সমান জবাব দেবে। প্রতিরক্ষামন্ত্রী আফগান তালেবান সরকারের হামলার নিন্দা ‘অবিশ্বাসযোগ্য’ হিসেবে প্রত্যাখ্যান করেছেন এবং বলেন, কাবুলের নেতৃত্ব চাইলে পাকিস্তানে সন্ত্রাস রোধ করতে পারত।

খাজা আসিফ সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘আমরা এক ধরনের যুদ্ধের মধ্যে আছি। যারা মনে করছে পাকিস্তান সেনাবাহিনী শুধু সীমান্তে লড়ছে, ইসলামাবাদের হামলা তাদের চোখ খুলে দিয়েছে। সন্ত্রাসবিরোধী এই লড়াই সমগ্র পাকিস্তানের, এবং সেনাবাহিনীর ত্যাগই জাতিকে নিরাপত্তা দিচ্ছে।’

তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান সীমান্ত বা শহরে কোনো সন্ত্রাস সহ্য করবে না এবং প্রতিটি হামলার কঠোর জবাব নিশ্চিত করা হবে।

এসি/আপ্র/১২/১১/২০২৫