ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

আফগানিস্তানে নারীদের প্রকাশ্যে বোরখা পরতে নির্দেশ তালেবানের

  • আপডেট সময় : ১২:০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
  • ১১৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে নারীদের প্রকাশ্যে বোরখা পড়ার আনুষ্ঠানিক আদেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা এবং তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা।
সংবাদমাধ্যম ডন জানায়, গতকাল শনিবার রাজধানী কাবুলে তালেবান নেতৃবৃন্দের একটি অনুষ্ঠানের শেষে নতুন এই নির্দেশনা জারি করা হয়। এ ছাড়া, আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলে নাটক এবং নারীদের দিয়ে সাবানের বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশনাও দেয়া হয়। চলতি বছরের শুরুতে তালেবানের ধর্মীয় পুলিশ রাজধানী কাবুলের চারিদিকে পোষ্টার লাগায়। সেখানে আফগান নারীদের শরীর ঢাকা রাখতে বলা হয়। পোস্টারে একটি বোরখা পরিচিত একটি ছবি ছিল। ওই পোস্টারটি ক্যাফে এবং দোকানে লাগায় মন্ত্রণালয়ের সদগুণ প্রচার এবং দষ্কর্ম প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয়। ওই পোস্টারে বলা হয়, ‘শরিয়া আইন অনুযায়ী, মুসলিম নারীদের অবশ্যই হিজাব পরিধান করতে হবে।’
তালেবান ক্ষমতায় আসার পর থেকে নারী ও কিশোরীদের স্বাধীনতা সীমিত করছে বলে অভিযোগ রয়েছে। তালেবান ক্ষমতায় আসার পর থেকেই কাবুলে বহু নারী হিজাব পরা শুরু করেছে। তবে এখনও কিছু নারী প্রকাশ্যে পশ্চিমা পোশাক পরিধান করে চলাফেরা করে। যেসব নারী ৪৫ মাইলের বেশি যাত্রা করতে চাই, তাদেরকে অবশ্যই একজন পুরুষ আত্মীয়কে সঙ্গে নিতে হবে। অন্যথায়, তাদেরকে পরিবহন সেবা দেওয়া উচিত হবে না। এ সম্পর্কিত একটি নির্দেশনা গত বছর দেশটির সদগুণ প্রচার এবং দুষ্কর্ম প্রতিরোধ দিয়েছিল। ১৯৯০ সালে তালেবান প্রথমবার ক্ষমতায় আসার পর থেকে কাবুলের বাইরে বোরখা পরিধান বাধ্যতামূলক করেছিল। বর্তমানেও সেখানে একই পরিস্থিতি বিরাজ করছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আফগানিস্তানে নারীদের প্রকাশ্যে বোরখা পরতে নির্দেশ তালেবানের

আপডেট সময় : ১২:০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে নারীদের প্রকাশ্যে বোরখা পড়ার আনুষ্ঠানিক আদেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা এবং তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা।
সংবাদমাধ্যম ডন জানায়, গতকাল শনিবার রাজধানী কাবুলে তালেবান নেতৃবৃন্দের একটি অনুষ্ঠানের শেষে নতুন এই নির্দেশনা জারি করা হয়। এ ছাড়া, আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলে নাটক এবং নারীদের দিয়ে সাবানের বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশনাও দেয়া হয়। চলতি বছরের শুরুতে তালেবানের ধর্মীয় পুলিশ রাজধানী কাবুলের চারিদিকে পোষ্টার লাগায়। সেখানে আফগান নারীদের শরীর ঢাকা রাখতে বলা হয়। পোস্টারে একটি বোরখা পরিচিত একটি ছবি ছিল। ওই পোস্টারটি ক্যাফে এবং দোকানে লাগায় মন্ত্রণালয়ের সদগুণ প্রচার এবং দষ্কর্ম প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয়। ওই পোস্টারে বলা হয়, ‘শরিয়া আইন অনুযায়ী, মুসলিম নারীদের অবশ্যই হিজাব পরিধান করতে হবে।’
তালেবান ক্ষমতায় আসার পর থেকে নারী ও কিশোরীদের স্বাধীনতা সীমিত করছে বলে অভিযোগ রয়েছে। তালেবান ক্ষমতায় আসার পর থেকেই কাবুলে বহু নারী হিজাব পরা শুরু করেছে। তবে এখনও কিছু নারী প্রকাশ্যে পশ্চিমা পোশাক পরিধান করে চলাফেরা করে। যেসব নারী ৪৫ মাইলের বেশি যাত্রা করতে চাই, তাদেরকে অবশ্যই একজন পুরুষ আত্মীয়কে সঙ্গে নিতে হবে। অন্যথায়, তাদেরকে পরিবহন সেবা দেওয়া উচিত হবে না। এ সম্পর্কিত একটি নির্দেশনা গত বছর দেশটির সদগুণ প্রচার এবং দুষ্কর্ম প্রতিরোধ দিয়েছিল। ১৯৯০ সালে তালেবান প্রথমবার ক্ষমতায় আসার পর থেকে কাবুলের বাইরে বোরখা পরিধান বাধ্যতামূলক করেছিল। বর্তমানেও সেখানে একই পরিস্থিতি বিরাজ করছে।