ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫

আফগানিস্তানে আইএস নিয়ন্ত্রণে: তালেবান

  • আপডেট সময় : ১১:২৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
  • ৭৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) কমবেশি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছে দেশটির ক্ষমতাসীন তালেবান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে আইএসের রক্তক্ষয়ী একাধিক হামলায় অনেক মানুষ হতাহত হওয়া সত্ত্বেও তালেবান এমন দাবি করল। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ গত বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, আইএস বড় কোনো হুমকি নয়। গত মধ্য আগস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। পরের মাসে তারা সরকার গঠনের ঘোষণা দেয়।
তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত প্রায় ৬০০ আইএস সদস্য বা সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান জাবিহুল্লাহ মুজাহিদ।
আইএসের যেসব সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের মধ্যে নারীও রয়েছেন বলে জানান তালেবানের মুখপাত্র। তবে তিনি বলেন, আইএসের গ্রেপ্তার হওয়া নারী সদস্যদের সংখ্যা কম। জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেন, আফগানিস্তানে আইএসের সদস্য সংখ্যা বেশি নয়। কারণ, তাদের জনগণের সমর্থন নেই।
আফগানিস্তানে আইএসের বিরুদ্ধে তালেবানের অভিযান অব্যাহত আছে বলে জানান জাবিহুল্লাহ মুজাহিদ। তালেবানের মুখপাত্র দাবি করেন, আফগানিস্তানে আইএসের উপস্থিতি অন্য দেশের জন্য হুমকি নয়। তালেবান ও আইএস পরস্পরের প্রতিপক্ষ। তালেবান জাতীয় পর্যায়ে তৎপর। অন্যদিকে আইএস তৎপর বৈশ্বিক পর্যায়ে। তালেবানের চেয়ে আইএস বেশি উগ্র ও সহিংস। সম্প্রতি তালেবানকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে আইএস। একই সঙ্গে তারা দেশটির সংখ্যালঘু শিয়াদের নিশানা করেও হামলা চালিয়েছে।
কয়েক বছর ধরে আফগানিস্তানের নানগারহার প্রদেশ আইএসের আফগান শাখার প্রধান ঘাঁটি হিসেবে পরিচিতি পেয়ে আসছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নতুন আপদ ‘মব সন্ত্রাস’, আতঙ্কে সারা দেশ

আফগানিস্তানে আইএস নিয়ন্ত্রণে: তালেবান

আপডেট সময় : ১১:২৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) কমবেশি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছে দেশটির ক্ষমতাসীন তালেবান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে আইএসের রক্তক্ষয়ী একাধিক হামলায় অনেক মানুষ হতাহত হওয়া সত্ত্বেও তালেবান এমন দাবি করল। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ গত বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, আইএস বড় কোনো হুমকি নয়। গত মধ্য আগস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। পরের মাসে তারা সরকার গঠনের ঘোষণা দেয়।
তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত প্রায় ৬০০ আইএস সদস্য বা সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান জাবিহুল্লাহ মুজাহিদ।
আইএসের যেসব সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের মধ্যে নারীও রয়েছেন বলে জানান তালেবানের মুখপাত্র। তবে তিনি বলেন, আইএসের গ্রেপ্তার হওয়া নারী সদস্যদের সংখ্যা কম। জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেন, আফগানিস্তানে আইএসের সদস্য সংখ্যা বেশি নয়। কারণ, তাদের জনগণের সমর্থন নেই।
আফগানিস্তানে আইএসের বিরুদ্ধে তালেবানের অভিযান অব্যাহত আছে বলে জানান জাবিহুল্লাহ মুজাহিদ। তালেবানের মুখপাত্র দাবি করেন, আফগানিস্তানে আইএসের উপস্থিতি অন্য দেশের জন্য হুমকি নয়। তালেবান ও আইএস পরস্পরের প্রতিপক্ষ। তালেবান জাতীয় পর্যায়ে তৎপর। অন্যদিকে আইএস তৎপর বৈশ্বিক পর্যায়ে। তালেবানের চেয়ে আইএস বেশি উগ্র ও সহিংস। সম্প্রতি তালেবানকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে আইএস। একই সঙ্গে তারা দেশটির সংখ্যালঘু শিয়াদের নিশানা করেও হামলা চালিয়েছে।
কয়েক বছর ধরে আফগানিস্তানের নানগারহার প্রদেশ আইএসের আফগান শাখার প্রধান ঘাঁটি হিসেবে পরিচিতি পেয়ে আসছে।