ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

আফগানিস্তানের দুই প্রদেশে শিলাবৃষ্টি-ভারী বর্ষণ, নিহত অন্তত ২৯

  • আপডেট সময় : ০৭:৪৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি প্রদেশে শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। দেশটির পশ্চিমাঞ্চলের ফারাহ প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরায়েল সায়ার জানিয়েছেন, ওই প্রদেশে শিলাবৃষ্টির কারণে ২১ জন মারা গেছেন ও ৬ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার। কান্দাহার প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রদেশের কয়েকটি স্থানে ভারী বর্ষণে অন্তত ৮ জনের প্রাণহানি হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এক বিবৃতিতে কান্দাহার দুর্যোগ মোকাবিলা দপ্তর জানিয়েছে, আকস্মিক বন্যায় চার জন নারী ভেসে গিয়েছিলেন, তাদের মধ্যে মাত্র এক জন জীবিত আছেন। এছাড়া আরেক এলাকায় বাড়ির ছাদ ধসে এক নারী এবং তার তিন শিশু সন্তান নিহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে বিবিৃতিতে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আফগানিস্তানের দুই প্রদেশে শিলাবৃষ্টি-ভারী বর্ষণ, নিহত অন্তত ২৯

আপডেট সময় : ০৭:৪৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

বিদেশের খবর ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি প্রদেশে শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। দেশটির পশ্চিমাঞ্চলের ফারাহ প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরায়েল সায়ার জানিয়েছেন, ওই প্রদেশে শিলাবৃষ্টির কারণে ২১ জন মারা গেছেন ও ৬ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার। কান্দাহার প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রদেশের কয়েকটি স্থানে ভারী বর্ষণে অন্তত ৮ জনের প্রাণহানি হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এক বিবৃতিতে কান্দাহার দুর্যোগ মোকাবিলা দপ্তর জানিয়েছে, আকস্মিক বন্যায় চার জন নারী ভেসে গিয়েছিলেন, তাদের মধ্যে মাত্র এক জন জীবিত আছেন। এছাড়া আরেক এলাকায় বাড়ির ছাদ ধসে এক নারী এবং তার তিন শিশু সন্তান নিহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে বিবিৃতিতে।