ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

‘আপনি সত্যিই সুন্দরী’, মেলোনির প্রশংসায় ট্রাম্প

  • আপডেট সময় : ০৩:৩৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক: মিসরের শারম এল-শেইখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে ইসরায়েল-হামাস সংঘাত নিরসনে অগ্রগতি অর্জনের পর বিশ্বনেতারা একত্রিত হন। এসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে সুন্দরী বলে মন্তব্য করেন।

সিএনএন ও এনডিটিভির খবরে বলা হয়, মিসরের গাজা সম্মেলনে সোমবার মঞ্চে উপস্থিত ছিলেন একমাত্র নারী নেতা, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তাকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘তিনি সুন্দরী।’

৭৯ বছর বয়সী তিনবার বিবাহিত ট্রাম্প স্বীকার করেন যে এমন মন্তব্যের কারণে তাকে লিঙ্গবৈষম্যের অভিযোগের মুখে পড়তে হতে পারে। তিনি বলেন, ‘‘আমাকে আসলে এটা বলা উচিত নয়, কারণ যুক্তরাষ্ট্রে কোনো নারীকে ‘সুন্দরী’ বলা মানে আপনার রাজনৈতিক জীবনের ইতি টানা— কিন্তু আমি ঝুঁকি নিতে রাজি।”

এরপর ৪৮ বছর বয়সী মেলোনির দিকে ফিরে ট্রাম্প যোগ করেন, ‘আপনাকে সুন্দরী বলা হলে আপত্তি করবেন না, তাই তো? কারণ, আপনি সত্যিই সুন্দরী।’

ট্রাম্পের পেছনে মেলোনি দাঁড়িয়ে থাকায় ক্যামেরায় তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায়নি।

ট্রাম্প পরে মেলোনিকে প্রশংসা করে বলেন, ‘তিনি অবিশ্বাস্য একজন ভালো মানুষ। ইতালিতে তাকে সত্যিই অনেক সম্মান করা হয়। তিনি একজন অত্যন্ত সফল রাজনীতিক।’

প্রায় ৩০ জন বিশ্বনেতার সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে থাকা মেলোনি ছিলেন একমাত্র নারী।

ওই নেতারা একসঙ্গে গাজার জন্য শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।

ওআ/আপ্র/১৪/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

‘আপনি সত্যিই সুন্দরী’, মেলোনির প্রশংসায় ট্রাম্প

আপডেট সময় : ০৩:৩৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

প্রত্যাশা ডেস্ক: মিসরের শারম এল-শেইখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে ইসরায়েল-হামাস সংঘাত নিরসনে অগ্রগতি অর্জনের পর বিশ্বনেতারা একত্রিত হন। এসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে সুন্দরী বলে মন্তব্য করেন।

সিএনএন ও এনডিটিভির খবরে বলা হয়, মিসরের গাজা সম্মেলনে সোমবার মঞ্চে উপস্থিত ছিলেন একমাত্র নারী নেতা, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তাকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘তিনি সুন্দরী।’

৭৯ বছর বয়সী তিনবার বিবাহিত ট্রাম্প স্বীকার করেন যে এমন মন্তব্যের কারণে তাকে লিঙ্গবৈষম্যের অভিযোগের মুখে পড়তে হতে পারে। তিনি বলেন, ‘‘আমাকে আসলে এটা বলা উচিত নয়, কারণ যুক্তরাষ্ট্রে কোনো নারীকে ‘সুন্দরী’ বলা মানে আপনার রাজনৈতিক জীবনের ইতি টানা— কিন্তু আমি ঝুঁকি নিতে রাজি।”

এরপর ৪৮ বছর বয়সী মেলোনির দিকে ফিরে ট্রাম্প যোগ করেন, ‘আপনাকে সুন্দরী বলা হলে আপত্তি করবেন না, তাই তো? কারণ, আপনি সত্যিই সুন্দরী।’

ট্রাম্পের পেছনে মেলোনি দাঁড়িয়ে থাকায় ক্যামেরায় তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায়নি।

ট্রাম্প পরে মেলোনিকে প্রশংসা করে বলেন, ‘তিনি অবিশ্বাস্য একজন ভালো মানুষ। ইতালিতে তাকে সত্যিই অনেক সম্মান করা হয়। তিনি একজন অত্যন্ত সফল রাজনীতিক।’

প্রায় ৩০ জন বিশ্বনেতার সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে থাকা মেলোনি ছিলেন একমাত্র নারী।

ওই নেতারা একসঙ্গে গাজার জন্য শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।

ওআ/আপ্র/১৪/১০/২০২৫