ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
মোদিকে ওয়াইসির খোঁচা

‘আপনার বাংলাদেশি বোন হাসিনাকে ফেরত পাঠান’

  • আপডেট সময় : ০৬:৪০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক: বাংলাদেশ থেকে আসা ‘অনুপ্রবেশকারী’ প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যের কড়া জবাব দিলেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। গত সপ্তাহে এক নির্বাচনি জনসভায় মোদি কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দল-এর বিরুদ্ধে রাজ্যে ‘অনুপ্রবেশকারীদের’ পৃষ্ঠপোষকতা করার অভিযোগ এনেছিলেন। বৃহস্পতিবার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ওয়াইসি বলেন, সীমান্ত অঞ্চলে কোনো বাংলাদেশি অভিবাসী নেই।

মোদির অভিযোগের জবাবে ওয়াইসি তাকে সরাসরি নিশানা করেন। তিনি বলেন, মোদিজি বলছেন বিহারে নাকি বাংলাদেশি আছে। মোদিজি, বিহার এবং সীমান্ত অঞ্চলে কোনো বাংলাদেশি নেই। কিন্তু আপনার একজন বোন তো বাংলাদেশ থেকে এসে দিল্লিতে বসে আছেন। তাকে বাংলাদেশে পাঠিয়ে দিন। তাকে সীমান্ত অঞ্চলে নিয়ে আসুন, আমরাই তাকে বাংলাদেশে পৌঁছে দেব।

ওয়াইসির এই খোঁচাটি ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিষয়ে। গত ৫ আগস্ট, ২০২৪ তারিখে তুমুল জনরোষের মুখে ভারতে পালান তিনি। এরপর থেকেই তিনি দিল্লিতে অবস্থান করছেন।

বিজেপি যখন বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে, বিশেষ করে মুসলিম-অধ্যুষিত সীমাঞ্চলে, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে, ঠিক তখনই ওয়াইসির এই মন্তব্য এল।

এ বছর শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া বিহার বিধানসভা নির্বাচনে অবৈধ অভিবাসন ইস্যুটি বিজেপির অন্যতম প্রধান অস্ত্র। গত কয়েক মাস ধরে, অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের চিহ্নিত করার জন্য আঞ্চলিক স্তরে ধরপাকড় শুরু করেছে ভারত।

মোদি দেশে ‘অনুপ্রবেশকারী’ ইস্যু নিয়ে অত্যন্ত সোচ্চার। তিনি স্বাধীনতা দিবসের ভাষণ থেকে শুরু করে পূর্ণিয়ার নির্বাচনী জনসভায় বারবার এই বিষয়টি উত্থাপন করেছেন। তার দাবি, এই অনুপ্রবেশের কারণে ভারতে জনসংখ্যার সংকট তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি

ওআ/আপ্র/২৬/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মোদিকে ওয়াইসির খোঁচা

‘আপনার বাংলাদেশি বোন হাসিনাকে ফেরত পাঠান’

আপডেট সময় : ০৬:৪০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

প্রত্যাশা ডেস্ক: বাংলাদেশ থেকে আসা ‘অনুপ্রবেশকারী’ প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যের কড়া জবাব দিলেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। গত সপ্তাহে এক নির্বাচনি জনসভায় মোদি কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দল-এর বিরুদ্ধে রাজ্যে ‘অনুপ্রবেশকারীদের’ পৃষ্ঠপোষকতা করার অভিযোগ এনেছিলেন। বৃহস্পতিবার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ওয়াইসি বলেন, সীমান্ত অঞ্চলে কোনো বাংলাদেশি অভিবাসী নেই।

মোদির অভিযোগের জবাবে ওয়াইসি তাকে সরাসরি নিশানা করেন। তিনি বলেন, মোদিজি বলছেন বিহারে নাকি বাংলাদেশি আছে। মোদিজি, বিহার এবং সীমান্ত অঞ্চলে কোনো বাংলাদেশি নেই। কিন্তু আপনার একজন বোন তো বাংলাদেশ থেকে এসে দিল্লিতে বসে আছেন। তাকে বাংলাদেশে পাঠিয়ে দিন। তাকে সীমান্ত অঞ্চলে নিয়ে আসুন, আমরাই তাকে বাংলাদেশে পৌঁছে দেব।

ওয়াইসির এই খোঁচাটি ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিষয়ে। গত ৫ আগস্ট, ২০২৪ তারিখে তুমুল জনরোষের মুখে ভারতে পালান তিনি। এরপর থেকেই তিনি দিল্লিতে অবস্থান করছেন।

বিজেপি যখন বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে, বিশেষ করে মুসলিম-অধ্যুষিত সীমাঞ্চলে, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে, ঠিক তখনই ওয়াইসির এই মন্তব্য এল।

এ বছর শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া বিহার বিধানসভা নির্বাচনে অবৈধ অভিবাসন ইস্যুটি বিজেপির অন্যতম প্রধান অস্ত্র। গত কয়েক মাস ধরে, অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের চিহ্নিত করার জন্য আঞ্চলিক স্তরে ধরপাকড় শুরু করেছে ভারত।

মোদি দেশে ‘অনুপ্রবেশকারী’ ইস্যু নিয়ে অত্যন্ত সোচ্চার। তিনি স্বাধীনতা দিবসের ভাষণ থেকে শুরু করে পূর্ণিয়ার নির্বাচনী জনসভায় বারবার এই বিষয়টি উত্থাপন করেছেন। তার দাবি, এই অনুপ্রবেশের কারণে ভারতে জনসংখ্যার সংকট তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি

ওআ/আপ্র/২৬/০৯/২০২৫