ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

আন্দোলনের বড় ‘প্ল্যাটফর্মে’ চোখ বিএনপির, জানালেন মোশাররফ

  • আপডেট সময় : ০১:১৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
  • ৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানোর আন্দোলনে বড় ধরনের ‘প্লাটফর্ম’ গঠনের ইঙ্গিত দিলেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।
গতকাল শনিবার ২০ দলীয় জোট শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) এক আলোচনা সভায় বক্তব্যে তিনি এই ইঙ্গিত দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ বলেন, “এই সরকারের পতন, গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, জনগণের ভোটের অধিকার-এগুলো সব একটি দাবি। “এই এক দফা দাবিতে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আরও বড় ধরনের ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরি করে জনগণের মধ্যে ইস্পাত কঠিন গণঐক্য সৃষ্টি করে আগামী দিনে গণআন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব।”
তিনি বলেন, “বিএনপি, ২০ দল এবং তার বাইরে যারা গণতন্ত্র এবং দেশপ্রেমিক গণতান্ত্রিক ব্যক্তি-গোষ্ঠি, আজকে আমাদেরকে এক হতে হবে। “এখানে (আলোচনা সভায়) আপনারা কেউ কেউ বলেছেন, আমাদের ২০ দলীয় জোট- এটা নিস্ক্রিয়। এর দুই কারণ। একটি হচ্ছে- কেেরানার কারণে আমরা কিন্তু সকলে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় ছিলাম। আমরা আমাদের সকল কর্মকা- স্থগিত রেখেছিলাম। সেই কারণে মনে হবে আমাদের জোট একটু স্তিমিত অবস্থায় আছে। কিন্তু সেটা থাকবে না।”
এই সরকারের পতন ঘটলেই কেবল দেশে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে বলে মন্তব্য করেন মোশাররফ। তিনি বলেন, “বলতে পারেন-সংবিধানে তো নেই। তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই-১৯৯১ সালেও কিন্তু সংবিধানে কোনো নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিধান ছিল না। কিন্তু সেই সময়ে কিন্তু বিচারপতি সাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে নিরপেক্ষ, নির্দলীয় একটি নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হয়েছিলে। “এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার পরে যে নির্বাচনগুলো হয়েছিল, এগুলোই বাংলাদেশে একমাত্র নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন, সকলে গ্রহণ করেছে।”
জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির (কাজী জাফর) প্রয়াত যুগ্ম মহাসচিব মহসীন সরকারের স্মরণে এই আলোচনা সভা হয়। জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব এএসএম শামীমের পরিচালনায় আলোচনা সভায় কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার খন্দকার লুতফর রহমান, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন, নবাব আলী আব্বাস খান, সেলিম মাস্টার, রুহুল আমিন, শফিউদ্দিন ভুঁইয়া বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রয়াত মহসীন সরকারের মেয়ে ফাতেমাতুজ জোহরা মীম ও ছেলে মিরাজ হোসেন শুভও উপস্থিত ছিলেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আন্দোলনের বড় ‘প্ল্যাটফর্মে’ চোখ বিএনপির, জানালেন মোশাররফ

আপডেট সময় : ০১:১৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানোর আন্দোলনে বড় ধরনের ‘প্লাটফর্ম’ গঠনের ইঙ্গিত দিলেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।
গতকাল শনিবার ২০ দলীয় জোট শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) এক আলোচনা সভায় বক্তব্যে তিনি এই ইঙ্গিত দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ বলেন, “এই সরকারের পতন, গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, জনগণের ভোটের অধিকার-এগুলো সব একটি দাবি। “এই এক দফা দাবিতে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আরও বড় ধরনের ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরি করে জনগণের মধ্যে ইস্পাত কঠিন গণঐক্য সৃষ্টি করে আগামী দিনে গণআন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব।”
তিনি বলেন, “বিএনপি, ২০ দল এবং তার বাইরে যারা গণতন্ত্র এবং দেশপ্রেমিক গণতান্ত্রিক ব্যক্তি-গোষ্ঠি, আজকে আমাদেরকে এক হতে হবে। “এখানে (আলোচনা সভায়) আপনারা কেউ কেউ বলেছেন, আমাদের ২০ দলীয় জোট- এটা নিস্ক্রিয়। এর দুই কারণ। একটি হচ্ছে- কেেরানার কারণে আমরা কিন্তু সকলে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় ছিলাম। আমরা আমাদের সকল কর্মকা- স্থগিত রেখেছিলাম। সেই কারণে মনে হবে আমাদের জোট একটু স্তিমিত অবস্থায় আছে। কিন্তু সেটা থাকবে না।”
এই সরকারের পতন ঘটলেই কেবল দেশে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে বলে মন্তব্য করেন মোশাররফ। তিনি বলেন, “বলতে পারেন-সংবিধানে তো নেই। তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই-১৯৯১ সালেও কিন্তু সংবিধানে কোনো নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিধান ছিল না। কিন্তু সেই সময়ে কিন্তু বিচারপতি সাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে নিরপেক্ষ, নির্দলীয় একটি নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হয়েছিলে। “এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার পরে যে নির্বাচনগুলো হয়েছিল, এগুলোই বাংলাদেশে একমাত্র নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন, সকলে গ্রহণ করেছে।”
জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির (কাজী জাফর) প্রয়াত যুগ্ম মহাসচিব মহসীন সরকারের স্মরণে এই আলোচনা সভা হয়। জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব এএসএম শামীমের পরিচালনায় আলোচনা সভায় কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার খন্দকার লুতফর রহমান, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন, নবাব আলী আব্বাস খান, সেলিম মাস্টার, রুহুল আমিন, শফিউদ্দিন ভুঁইয়া বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রয়াত মহসীন সরকারের মেয়ে ফাতেমাতুজ জোহরা মীম ও ছেলে মিরাজ হোসেন শুভও উপস্থিত ছিলেন।