ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
সড়ক ছেড়ে জাদুঘরের সামনে অবস্থান, আত্মহত্যার হুমকি

প্রাথমিকের আন্দোলনকারীদের ছত্রভঙ্গে অ্যাকশনে পুলিশ

  • আপডেট সময় : ০৫:০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করেছে পুলিশ। ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলন করা শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় আন্দোলনকারী শিক্ষকদের সরিয়ে দিতে লাঠিপেটা করেছে পুলিশ। এ ছাড়া জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শাহবাগে সড়ক মোড় অবরোধ করেন শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী এবং সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকরা। এরপর দুপুর পৌনে ২টার দিকে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ আন্দোলনকারীদের সরাতে লাঠিচার্জ করে। পুলিশের বাধার মুখে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর দুপুর ২টার দিকে যান চলাচল সীমিত পরিসরে শুরু হতে দেখা গেছে। তবে আন্দোলনকারীরা একেবারে সরে যায়নি।
পাশেই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত (তৃতীয় ধাপ) সহকারী শিক্ষক এবং ১ থেকে ১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি) নিবন্ধিতদের নিয়োগপ্রত্যাশী শিক্ষকরা। দাবি না মানলে আত্মহত্যারও হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা।

জাতীয় যাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষকরা

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সেখানে অবস্থান নেন তারা। জাদুঘরের সামনে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা বেশ কয়েকটি দাবি তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের স্থান ত্যাগ করবেন না তারা; বিনা কারণে গ্রেফতারদের ১ ঘণ্টার মধ্যে মুক্তি দেওয়া; আন্দোলনে পুলিশি হামলায় আহতদের সুচিকিৎসা; ‘অবৈধ রায়’ বাতিল করে দ্রুত নিয়োগ প্রদান করা। এছাড়া আন্দোলনরত নারীদের ওপর পুলিশের পুরুষ সদস্যদের হামলার নিন্দা জানিয়েছেন তারা। দাবি আদায় না হলে রাজপথে আত্মহত্যারও ঘোষণা দেন তারা।

জলকামান দিয়ে ছত্রভঙ্গ

এদিন দুপুর ১টা ২০ মিনিটের দিকে নিয়োগ নিশ্চিতের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত (তৃতীয় ধাপ) শিক্ষকরা এবং ১ থেকে ১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি) নিবন্ধিতদের নিয়োগপ্রত্যাশী শিক্ষকরা শাহবাগ মোড় অবরোধ করেন। দুপুর ১ টা ৫০ মিনিটের দিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে আন্দোলনকারীরা ফের জড়ো হতে থাকেন। দুপুর ২টা ৫৮ মিনিটের দিকে পরপর বেশ কয়েক রাউন্ড টিয়ারগ্যাস ছোড়ে পুলিশ।

ছবি সংগৃহীত

পুলিশের লাঠিপেটা আর জলকামান নিক্ষেপের পর ১ থেকে ১২তম এনটিআরসি নিবন্ধিত নিয়োগপ্রত্যাশীরা শাহবাগ মোড় ত্যাগ করেন। তবে ৪টার দিকে শাহবাগ মোড় থেকে সায়েন্সল্যাবগামী সড়ক বন্ধ করে রাখেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনকারীরা।

এরপর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে মূল সড়ক ছেড়ে রাস্তার পাশে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে করে তিন ঘণ্টারও বেশি সময় পর শাহবাগের চারটি সড়কে যান চলাচল শুরু হয়। এরপর পুনরায় বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারী দুটি গ্রুপ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মব বন্ধ না করলে ডেভিল হিসেবে ট্রিট করবো: উপদেষ্টা মাহফুজ

সড়ক ছেড়ে জাদুঘরের সামনে অবস্থান, আত্মহত্যার হুমকি

প্রাথমিকের আন্দোলনকারীদের ছত্রভঙ্গে অ্যাকশনে পুলিশ

আপডেট সময় : ০৫:০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলন করা শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় আন্দোলনকারী শিক্ষকদের সরিয়ে দিতে লাঠিপেটা করেছে পুলিশ। এ ছাড়া জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শাহবাগে সড়ক মোড় অবরোধ করেন শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী এবং সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকরা। এরপর দুপুর পৌনে ২টার দিকে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ আন্দোলনকারীদের সরাতে লাঠিচার্জ করে। পুলিশের বাধার মুখে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর দুপুর ২টার দিকে যান চলাচল সীমিত পরিসরে শুরু হতে দেখা গেছে। তবে আন্দোলনকারীরা একেবারে সরে যায়নি।
পাশেই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত (তৃতীয় ধাপ) সহকারী শিক্ষক এবং ১ থেকে ১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি) নিবন্ধিতদের নিয়োগপ্রত্যাশী শিক্ষকরা। দাবি না মানলে আত্মহত্যারও হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা।

জাতীয় যাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষকরা

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সেখানে অবস্থান নেন তারা। জাদুঘরের সামনে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা বেশ কয়েকটি দাবি তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের স্থান ত্যাগ করবেন না তারা; বিনা কারণে গ্রেফতারদের ১ ঘণ্টার মধ্যে মুক্তি দেওয়া; আন্দোলনে পুলিশি হামলায় আহতদের সুচিকিৎসা; ‘অবৈধ রায়’ বাতিল করে দ্রুত নিয়োগ প্রদান করা। এছাড়া আন্দোলনরত নারীদের ওপর পুলিশের পুরুষ সদস্যদের হামলার নিন্দা জানিয়েছেন তারা। দাবি আদায় না হলে রাজপথে আত্মহত্যারও ঘোষণা দেন তারা।

জলকামান দিয়ে ছত্রভঙ্গ

এদিন দুপুর ১টা ২০ মিনিটের দিকে নিয়োগ নিশ্চিতের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত (তৃতীয় ধাপ) শিক্ষকরা এবং ১ থেকে ১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি) নিবন্ধিতদের নিয়োগপ্রত্যাশী শিক্ষকরা শাহবাগ মোড় অবরোধ করেন। দুপুর ১ টা ৫০ মিনিটের দিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে আন্দোলনকারীরা ফের জড়ো হতে থাকেন। দুপুর ২টা ৫৮ মিনিটের দিকে পরপর বেশ কয়েক রাউন্ড টিয়ারগ্যাস ছোড়ে পুলিশ।

ছবি সংগৃহীত

পুলিশের লাঠিপেটা আর জলকামান নিক্ষেপের পর ১ থেকে ১২তম এনটিআরসি নিবন্ধিত নিয়োগপ্রত্যাশীরা শাহবাগ মোড় ত্যাগ করেন। তবে ৪টার দিকে শাহবাগ মোড় থেকে সায়েন্সল্যাবগামী সড়ক বন্ধ করে রাখেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনকারীরা।

এরপর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে মূল সড়ক ছেড়ে রাস্তার পাশে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে করে তিন ঘণ্টারও বেশি সময় পর শাহবাগের চারটি সড়কে যান চলাচল শুরু হয়। এরপর পুনরায় বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারী দুটি গ্রুপ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়।