ঢাকা ০৬:২১ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫

আন্দামানে ২৪ ঘণ্টায় ২২ ভূমিকম্প

  • আপডেট সময় : ০২:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : আন্দামান সাগরে গত সোমবার সকাল পৌনে ৬টা থেকে পরের ২৪ ঘণ্টায় ২২ বার ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এসব ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৮ থেকে ৫ পর্যন্ত। ভারতের ভূমিকম্প কেন্দ্র স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকালে এসব তথ্য জানায়। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।
সর্বশেষ ভূমিকম্পটি হয়েছে আজ সকাল আটটায়। মাত্রা ছিল ৪ দশমিক ৩। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে ১৮৭ কিলোমিটার দূরে ভূমিকম্পটি অনুভূত হয়। সবচেয়ে বড়টির মাত্রা ছিল ৫। পোর্ট ব্লেয়ার থেকে ২১৫ কিলোমিটার দূরে সকাল ৬টায় এ ভূমিকম্প অনুভূত হয়।
এর মধ্যে গত সোমবার দিবাগত রাত ১২টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ১১টি ভূমিকম্প হয়েছে বলে জানানো হয়েছে। মঙ্গলবার ভোর পৌনে পাঁচটায় একটি ভূকম্পন অনুভূত হয়। এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।
গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে পোর্ট ব্লেয়ার থেকে ২৪৪ কিলোমিটার দূরে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প হয়। রাত সোয়া ২টার দিকে ক্যাম্পবেল উপসাগর থেকে ২৫১ কিলোমিটার দূরে ৪ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। একই মাত্রার আরেকটি ভূমিকম্প হয় পৌনে দুইটার দিকে। রাত দেড়টায় ক্যাম্পবেল উপসাগর থেকে ২৬২ কিলোমিটার দূরে ৪ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছে। রাত একটায় ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়। ভূমিকম্পটি হয় পোর্ট ব্লেয়ার থেকে ২৫৮ কিলোমিটার দূরে। পৌনে ১টায় পোর্ট ব্লেয়ার থেকে ১৯৯ কিলোমিটার দূরে আরেকটি ভূমিকম্প হয়। রাত ১২টার দিকে পোর্ট ব্লেয়ার থেকে ২১৮ কিলোমিটার দূরে একটি ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬।
গত কয়েক দিন কর্ণাটক রাজ্যে একাধিক ছোট ছোট ঘটনা ও ভূকম্পনের ঘটনার পর আন্দামানে এসব ভূমিকম্প হলো। গত শনিবার দুপুরে কর্ণাটকের বিজয়নগরের কাছে ২ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এ ভূমিকম্পের ৪ মিনিট আগে দক্ষিণা কান্নাডায় হওয়া আরেকটি ভূমিকম্পের মাত্রা ছিল ২ দশমিক ২। কর্ণাটকের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কমিশনার মনোজ রজন বলেন, ‘এ ধরনের ভূমিকম্প স্থানীয় বাসিন্দাদের কোনো ক্ষতি করে না। সামান্য ভূকম্পন হয়তো অনুভূত হয়। সবকিছু সামান্য নড়েচড়ে। এ ছাড়া এসব ভূমিকম্পের বড় ধরনের ভূমিকম্প হয়ে ওঠার ঝুঁকি কম। এ ছাড়া ক্ষয়ক্ষতির আশঙ্কাও কম।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্দামানে ২৪ ঘণ্টায় ২২ ভূমিকম্প

আপডেট সময় : ০২:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২

প্রত্যাশা ডেস্ক : আন্দামান সাগরে গত সোমবার সকাল পৌনে ৬টা থেকে পরের ২৪ ঘণ্টায় ২২ বার ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এসব ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৮ থেকে ৫ পর্যন্ত। ভারতের ভূমিকম্প কেন্দ্র স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকালে এসব তথ্য জানায়। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।
সর্বশেষ ভূমিকম্পটি হয়েছে আজ সকাল আটটায়। মাত্রা ছিল ৪ দশমিক ৩। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে ১৮৭ কিলোমিটার দূরে ভূমিকম্পটি অনুভূত হয়। সবচেয়ে বড়টির মাত্রা ছিল ৫। পোর্ট ব্লেয়ার থেকে ২১৫ কিলোমিটার দূরে সকাল ৬টায় এ ভূমিকম্প অনুভূত হয়।
এর মধ্যে গত সোমবার দিবাগত রাত ১২টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ১১টি ভূমিকম্প হয়েছে বলে জানানো হয়েছে। মঙ্গলবার ভোর পৌনে পাঁচটায় একটি ভূকম্পন অনুভূত হয়। এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।
গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে পোর্ট ব্লেয়ার থেকে ২৪৪ কিলোমিটার দূরে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প হয়। রাত সোয়া ২টার দিকে ক্যাম্পবেল উপসাগর থেকে ২৫১ কিলোমিটার দূরে ৪ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। একই মাত্রার আরেকটি ভূমিকম্প হয় পৌনে দুইটার দিকে। রাত দেড়টায় ক্যাম্পবেল উপসাগর থেকে ২৬২ কিলোমিটার দূরে ৪ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছে। রাত একটায় ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়। ভূমিকম্পটি হয় পোর্ট ব্লেয়ার থেকে ২৫৮ কিলোমিটার দূরে। পৌনে ১টায় পোর্ট ব্লেয়ার থেকে ১৯৯ কিলোমিটার দূরে আরেকটি ভূমিকম্প হয়। রাত ১২টার দিকে পোর্ট ব্লেয়ার থেকে ২১৮ কিলোমিটার দূরে একটি ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬।
গত কয়েক দিন কর্ণাটক রাজ্যে একাধিক ছোট ছোট ঘটনা ও ভূকম্পনের ঘটনার পর আন্দামানে এসব ভূমিকম্প হলো। গত শনিবার দুপুরে কর্ণাটকের বিজয়নগরের কাছে ২ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এ ভূমিকম্পের ৪ মিনিট আগে দক্ষিণা কান্নাডায় হওয়া আরেকটি ভূমিকম্পের মাত্রা ছিল ২ দশমিক ২। কর্ণাটকের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কমিশনার মনোজ রজন বলেন, ‘এ ধরনের ভূমিকম্প স্থানীয় বাসিন্দাদের কোনো ক্ষতি করে না। সামান্য ভূকম্পন হয়তো অনুভূত হয়। সবকিছু সামান্য নড়েচড়ে। এ ছাড়া এসব ভূমিকম্পের বড় ধরনের ভূমিকম্প হয়ে ওঠার ঝুঁকি কম। এ ছাড়া ক্ষয়ক্ষতির আশঙ্কাও কম।’