প্রত্যাশা ডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) তরুণদের আকাঙ্ক্ষা পূরণের ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ দলের নাম ঘোষণা করেন শহীদ মো. ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার।
এদিকে আন্তর্জাতিক মিডিয়াতেও ফলাও করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশের খবর প্রকাশ করা হয়েছে। বিশ্বের শীর্ষ স্থানীয় গণমাধ্যমগুলো এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন দলের আত্মপ্রকাশ করেছে বাংলাদেশি শিক্ষার্থীরা। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে রাজনৈতিক দল গঠন করেছে বাংলাদেশি শিক্ষার্থীরা।
ব্লুমবার্গের প্রতিবেদনের শিরোনাম ছিল, হাসিনাকে ক্ষমতাচ্যুত করা শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করেছে। আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হাসিনাকে ক্ষমতাচ্যুত করা বাংলাদেশি শিক্ষার্থীরা নির্বাচনে লড়াই করতে নতুন দল গঠন করেছে।
এপি খবরের শিরোনাম ছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা বিক্ষোভে নেতৃত্ব দেওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করেছে।
শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর জুলাই আগস্টে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং নিজ নিজ ধর্মমতে তাদের জন্য দোয়া করা হয়।
এর আগে স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হন বিপুলসংখ্যক ছাত্র-জনতা। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘিরে পতাকা হাতে মিছিল নিয়ে উচ্ছ্বাস করেন তারা। দেশের বিভিন্ন জেলা, উপজেলা, মহানগর, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে হাজির হন ছাত্র-জনতা। কানায় কানায় পূর্ণ মানিক মিয়া অ্যাভিনিউ।