প্রত্যাশা ডেস্ক : আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। প্রতি বছর মার্চ মাসের এই দিনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। লিঙ্গবৈষম্য দূর করতে, নারী সমানাধিকারের জন্য সারা বিশ্ব জুড়েই পালন করা হয় দিনটি। চলতি বছরেও এর ব্যতিক্রম হচ্ছে না।
ইতিহাস: টহরঃবফ ঘধঃরড়হং ঊফঁপধঃরড়হধষ, ঝপরবহঃরভরপ ধহফ ঈঁষঃঁৎধষ ঙৎমধহরংধঃরড়হ বা টঘঊঝঈঙ-র তরফে জানা যায়, ১৯০৯ সালে ২৮ ফেব্রুয়ারি প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। নারী শ্রমিকদের প্রতি সম্মান দেখিয়ে এই দিনটি পালন করা হয়। পরে রাশিয়াতেও ১৯১৭ সাল থেকে এই দিনটি পালিত হতে থাকে একই কারণে। তবে রাশিয়াতেই দিনটি পালিত হয় ৮ মার্চ। তার পর থেকে সেটিই হয়ে আসছে।
গুরুত্ব: লিঙ্গবৈষম্য দূর করার জন্য এই দিনটি পালিত হয়। শিল্প-সাহিত্য-সহ সব ধরনের ক্ষেত্রে এবং সমাজের সমস্ত কাজে মহিলাদের অবদানকে স্বীকৃতি দিতেই এই দিনটি পালিত হয়।
এ বছরের থিম: প্রতি বছরের মতো এ বছর আন্তর্জাতিক নারী দিবসের একটি থিম রয়েছে। এবারের থিম ‘সুন্দর আগামী কালের জন্য আজ লিঙ্গসমতা দরকার’। ইংরেজিতে ‘এবহফবৎ বয়ঁধষরঃু ঃড়ফধু ভড়ৎ ধ ংঁংঃধরহধনষব ঃড়সড়ৎৎড়’ি। এই মুহূর্তে পরিবেশ সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে। সেই পরিবেশ আন্দোলন এবং সচেতনতার কাজে মহিলাদের ভূমিকাকেই সম্মান জানানো হচ্ছে এবছর।
দিবসটি উপলক্ষে সব দেশের মতো বাংলাদেশেও সরকারি-বেসরকারি পর্যায়ে নানা আয়োজন রয়েছে। নারী সংগঠনগুলোর পক্ষ থেকেও বিভিন্ন অনুষ্ঠান রয়েছে।
আন্তর্জাতিক নারী দিবস আজ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ