ক্রীড়া ডেস্ক : ১১ ব্যাটার মিলে করলেন ১০ রান। ভাবা যায়! না, কোনো পাড়া-মহল্লার খেলা নয়। এমন ঘটনা ঘটেছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে। টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছে আইল অব ম্যান।
গত রোববার স্পেনের বিপক্ষে সিরিজের ষষ্ঠ ও শেষ টি-টোয়েন্টিতে মাত্র ১০ রানেই অলআউট হয়ে গেছে ব্রিটেনের অন্তর্ভূক্ত আইল অব ম্যান। স্বীকৃত টি-টোয়েন্টিতে এত দিন সবচেয়ে কম রানের দলীয় ইনিংসটি ছিল সিডনি থান্ডারের। গত বছর বিগ ব্যাশে তারা ১৫ রানে অলআউট হয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনি¤œ রানের রেকর্ডটি ছিল তুরস্কের। ২০১৯ সালে রোমানিয়া কাপে চেক প্রজাতন্ত্রের কাছে ২১ রানে অলআউট হয়েছিল তারা। আইল অব ম্যান ১০ রান করতে খেলেছে ৮.৪ ওভার। দলের কোনো ব্যাটার ৫ রানও করতে পারেননি। সাতজন খুলতে পারেননি রানের খাতা। আইল অব ম্যানকে এত অল্প রানে আটকে দেওয়ার দুই কারিগর স্পেনের মোহাম্মদ কামরান আর আতিফ মেহমুদ। কামরান হ্যাটট্রিকসহ ৪ ওভারে ৪ রান দিয়ে নেন ৪টি উইকেট। মেহমুদ সমান ওভারে ৬ রান দিয়ে নেন ৪টি। ৪ বল করে কোনো রান না দিয়ে ২ উইকেট লর্ন বার্নসের। স্পেনের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১১ রানের। কোনো উইকেট না হারিয়ে দুই বলেই সেই লক্ষ্যে পৌঁছে গেছে স্পেন। ওপেনার আওয়াইস আহমেদ দুটি ছক্কায় করেন ১২ রান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০ রানে অলআউট হওয়ার বিশ্বরেকর্ড
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ