ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

আনিস খান হত্যা ও রামপুরহাট সহিংসতা নিয়ে কোলকাতায় ওয়েলফেয়ার পার্টির প্রতিবাদ মিছিল

  • আপডেট সময় : ০২:১৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবাদ মিছিলের ব্যানারে লেখা ছিল ‘আনিস হত্যার সুবিচারের দাবিতে, রামপুরহাট গণহত্যার প্রতিবাদে এবং বাংলায় শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠার দাবিতে মহামিছিল’।
‘ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া’র রাজ্য সম্পাদক শাহাজাদী পারভীন বলেন, ‘আজকে আমাদের রাজপথে হাঁটার উদ্দেশ্য হচ্ছে, এই বাংলার হাওড়া জেলার আমতা ব্লকের ছেলে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ছেলে, ‘এনআরসি’ আন্দোলনের প্রতিবাদী ছেলে, ছাত্র আন্দোলনের মুখ আনিস খানকে এই ‘দিদিমণি’ অর্থাৎ পুলিশ মন্ত্রীর পুলিশ এবং শাসক দলের গু-ারা তার বাড়িতে গিয়ে তাঁকে হত্যা করেছে, তার সুবিচারের দাবিতে আমরা পথে নেমেছি। একইসঙ্গে রামপুরহাটে শাসক দলের গু-ারা পুলিশের সহযোগিতায় যে গণহত্যা ঘটিয়েছে তাদের সুবিচারের দাবিতে আমরা পথে নেমেছি। আমরা অবিলম্বে পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই। যেসমস্ত পুলিশ কর্মীরা এসবের মধ্যে যুক্ত রয়েছে তাদেরকে গ্রেফতার করার দাবিতে আমরা পথে নেমেছি।’ ‘ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া’র রাজ্য সাধারণ সম্পাদক সারোয়ার হাসান বলেন, ‘আজকে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া’র পক্ষ থেকে আনিস খানের হত্যার সুবিচারের দাবিতে প্রতিবাদ মিছিল হচ্ছে। আনিস খান কমপক্ষে ৪৫ দিন আগে নিহত হয়েছে, মাননীয়া মুখ্যমন্ত্রী বিশেষ তদন্ত টিম বা ‘সিট’ গঠন করেছেন। কিন্তু ‘সিট’ কচ্ছপের গতিতে চলছে। ফলে এর কোনও রেজাল্ট এ পর্যন্ত বাংলাবাসী দেখতে পায়নি। তার সুবিচারের দাবিতে আজকে মা-বোনেরা রাস্তায় নেমেছেন।’ এ সময়ে তিনি রামপুরহাটের সহিংসতার তীব্র নিন্দা জানান। একইসঙ্গে রাজ্যে দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে মন্তব্য করে শূন্যপদ পদ পূরণের দাবি জানিয়েছেন ‘ওয়েলফেয়ার পার্টি’র রাজ্য সাধারণ সম্পাদক সারোয়ার হাসান। গত ১৮ ফেব্রুয়ারি গভীর রাতে নিজ বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হয় পশ্চিমবঙ্গের আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা আনিস খানের। তার পরিবারের দাবি, পুলিশের পোশাকে আসা লোকজন আনিসকে হত্যা করেছে। ওই ঘটনার তদন্তে রাজ্য সরকার গত ২১ ফেব্রুয়ারি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা ‘সিট’ গঠন করেছে। অন্যদিকে, গত ২১ মার্চ রাতে বোমা হামলায় পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বগটুই গ্রামে রামপুরহাট-১ নম্বর ব্লকের বড়শাল পঞ্চায়েতের উপ-প্রধান ও তৃণমূল নেতা ভাদু শেখ নিহত হন। ওই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার কমপক্ষে ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরফলে ভয়াবহ ওই সহিংসতায় শিশু ও নারীসহ কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আনিস খান হত্যা ও রামপুরহাট সহিংসতা নিয়ে কোলকাতায় ওয়েলফেয়ার পার্টির প্রতিবাদ মিছিল

আপডেট সময় : ০২:১৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবাদ মিছিলের ব্যানারে লেখা ছিল ‘আনিস হত্যার সুবিচারের দাবিতে, রামপুরহাট গণহত্যার প্রতিবাদে এবং বাংলায় শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠার দাবিতে মহামিছিল’।
‘ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া’র রাজ্য সম্পাদক শাহাজাদী পারভীন বলেন, ‘আজকে আমাদের রাজপথে হাঁটার উদ্দেশ্য হচ্ছে, এই বাংলার হাওড়া জেলার আমতা ব্লকের ছেলে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ছেলে, ‘এনআরসি’ আন্দোলনের প্রতিবাদী ছেলে, ছাত্র আন্দোলনের মুখ আনিস খানকে এই ‘দিদিমণি’ অর্থাৎ পুলিশ মন্ত্রীর পুলিশ এবং শাসক দলের গু-ারা তার বাড়িতে গিয়ে তাঁকে হত্যা করেছে, তার সুবিচারের দাবিতে আমরা পথে নেমেছি। একইসঙ্গে রামপুরহাটে শাসক দলের গু-ারা পুলিশের সহযোগিতায় যে গণহত্যা ঘটিয়েছে তাদের সুবিচারের দাবিতে আমরা পথে নেমেছি। আমরা অবিলম্বে পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই। যেসমস্ত পুলিশ কর্মীরা এসবের মধ্যে যুক্ত রয়েছে তাদেরকে গ্রেফতার করার দাবিতে আমরা পথে নেমেছি।’ ‘ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া’র রাজ্য সাধারণ সম্পাদক সারোয়ার হাসান বলেন, ‘আজকে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া’র পক্ষ থেকে আনিস খানের হত্যার সুবিচারের দাবিতে প্রতিবাদ মিছিল হচ্ছে। আনিস খান কমপক্ষে ৪৫ দিন আগে নিহত হয়েছে, মাননীয়া মুখ্যমন্ত্রী বিশেষ তদন্ত টিম বা ‘সিট’ গঠন করেছেন। কিন্তু ‘সিট’ কচ্ছপের গতিতে চলছে। ফলে এর কোনও রেজাল্ট এ পর্যন্ত বাংলাবাসী দেখতে পায়নি। তার সুবিচারের দাবিতে আজকে মা-বোনেরা রাস্তায় নেমেছেন।’ এ সময়ে তিনি রামপুরহাটের সহিংসতার তীব্র নিন্দা জানান। একইসঙ্গে রাজ্যে দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে মন্তব্য করে শূন্যপদ পদ পূরণের দাবি জানিয়েছেন ‘ওয়েলফেয়ার পার্টি’র রাজ্য সাধারণ সম্পাদক সারোয়ার হাসান। গত ১৮ ফেব্রুয়ারি গভীর রাতে নিজ বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হয় পশ্চিমবঙ্গের আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা আনিস খানের। তার পরিবারের দাবি, পুলিশের পোশাকে আসা লোকজন আনিসকে হত্যা করেছে। ওই ঘটনার তদন্তে রাজ্য সরকার গত ২১ ফেব্রুয়ারি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা ‘সিট’ গঠন করেছে। অন্যদিকে, গত ২১ মার্চ রাতে বোমা হামলায় পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বগটুই গ্রামে রামপুরহাট-১ নম্বর ব্লকের বড়শাল পঞ্চায়েতের উপ-প্রধান ও তৃণমূল নেতা ভাদু শেখ নিহত হন। ওই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার কমপক্ষে ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরফলে ভয়াবহ ওই সহিংসতায় শিশু ও নারীসহ কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়।