নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। এই সেনা কর্মকর্তাকে প্রেষণে তৃণমূলের এই বাহিনীর দায়িত্ব দিতে জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মেজর জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। ২০২০ সালের ২৯ জুলাই মেজর জেনারেল মিজানুর রহমানকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দায়িত্ব দেয় সরকার। সারাদেশে ৬২ লাখের বেশি কর্মী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে রয়েছেন। এ বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন কেপিআই, সরকারি ও বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষা, জাতীয় ও উপ-নির্বাচন, ঈদ, পূজা, বড়দিন, নববর্ষে নিরাপত্তা দেওয়া ছাড়াও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছেন। ১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি আনসার ও ভিডিপি গঠনের পর ১৯৭৬ সালে প্রথম আনসার ব্যাটালিয়ন গঠিত হয়।
আনসারের নতুন মহাপরিচালক মেজর জেনারেল নাজমুল হাসান
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ