শরীয়তপুর সংবাদদাতা : শরীয়তপুরের জাজিরা উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারের জেরে এক শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত সাইফুল ইসলাম মালত (৪৮) উপজেলার সেনেরচর বিএম মোজাম্মেল হক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। গতকাল বুধবার রাত ১০টার দিকে জাজিরার খোশাল শিকদারকান্দি এলাকায় তাকে হত্যা করা হয়। জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, তার গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এলাকার সুজন মিয়া (৩৫) নামে পুলিশ একজনকে আটক করেছে বলে জানান ওসি। নিহতের পরিবারের সদস্যরা জানান, সাইফুল জাজিরা উপজেলা ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। সেই বিরোধের জেরে তাকে হত্যা করা হয়।