ঢাকা ০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

আদি বুড়িগঙ্গা পুনরুদ্ধারে বহুতল ভবন উচ্ছেদের নির্দেশ মেয়র তাপসের

  • আপডেট সময় : ০১:৫৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পানি উন্নয়ন বোর্ড ও ঢাকা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত সীমানা নির্ধারণ কার্যক্রম সরাসরি দেখতে আকস্মিক পরিদর্শনে যান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় একটি ১০-তলা ভবনের অংশবিশেষ ও খাল দখল করে গড়ে তোলা অন্যান্য বহুতল ভবন, ভবনের দেয়াল ও স্থাপনা ভাঙার নির্দেশ দেন তিনি।
গতকাল বুধবার দুপুর ১টার দিকে বুড়িগঙ্গা আদি চ্যানেলের কালুনগর সুইসগেট ও সংলগ্ন এলাকায় পরিদর্শনে যান মেয়র তাপস। খালের মধ্যে নবনির্মিত একটি ১০ তলা ভবনের শিয়ার ওয়াল থাকায় বিস্ময় প্রকাশ করে মেয়র তাপস বলেন, ‘খালের মধ্যে শিয়ার ওয়াল দিছে! খালের মধ্যে তো শিয়ার ওয়াল হবে না। খালের জায়গা ছেড়ে ওয়াল হবে। তারপরে তার ভবন হবে। সে তো খালের মধ্যে শিয়ার ওয়াল দিছে। পুরা ভাঙা যাবে। এটা বন্ধ করে বড় যন্ত্রপাতি আনেন, ভাঙা আরম্ভ করেন।’ পরিদর্শনকালে মেয়র খালের মুখের (কালুনগর স্লুইসগেটের এলাকা) প্রশস্থতা কত ফুট জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ৩১৫ ফুট বলে জানান। এ সময় মেয়র তাপস সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে সীমানার মধ্যে থাকা সব জায়গা অবৈধ দখলমুক্ত করার নির্দেশ দেন। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, কাউন্সিলরদের মধ্যে ২৪ নম্বর ওয়ার্ডের মো. মোকাদ্দেস হোসেন জাহিদ, ৫৫ নম্বর ওয়ার্ডের মো. নুরে আলম ও সংরক্ষিত আসনের নিলুফার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদি বুড়িগঙ্গা পুনরুদ্ধারে বহুতল ভবন উচ্ছেদের নির্দেশ মেয়র তাপসের

আপডেট সময় : ০১:৫৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২

নিজস্ব প্রতিবেদক : পানি উন্নয়ন বোর্ড ও ঢাকা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত সীমানা নির্ধারণ কার্যক্রম সরাসরি দেখতে আকস্মিক পরিদর্শনে যান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় একটি ১০-তলা ভবনের অংশবিশেষ ও খাল দখল করে গড়ে তোলা অন্যান্য বহুতল ভবন, ভবনের দেয়াল ও স্থাপনা ভাঙার নির্দেশ দেন তিনি।
গতকাল বুধবার দুপুর ১টার দিকে বুড়িগঙ্গা আদি চ্যানেলের কালুনগর সুইসগেট ও সংলগ্ন এলাকায় পরিদর্শনে যান মেয়র তাপস। খালের মধ্যে নবনির্মিত একটি ১০ তলা ভবনের শিয়ার ওয়াল থাকায় বিস্ময় প্রকাশ করে মেয়র তাপস বলেন, ‘খালের মধ্যে শিয়ার ওয়াল দিছে! খালের মধ্যে তো শিয়ার ওয়াল হবে না। খালের জায়গা ছেড়ে ওয়াল হবে। তারপরে তার ভবন হবে। সে তো খালের মধ্যে শিয়ার ওয়াল দিছে। পুরা ভাঙা যাবে। এটা বন্ধ করে বড় যন্ত্রপাতি আনেন, ভাঙা আরম্ভ করেন।’ পরিদর্শনকালে মেয়র খালের মুখের (কালুনগর স্লুইসগেটের এলাকা) প্রশস্থতা কত ফুট জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ৩১৫ ফুট বলে জানান। এ সময় মেয়র তাপস সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে সীমানার মধ্যে থাকা সব জায়গা অবৈধ দখলমুক্ত করার নির্দেশ দেন। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, কাউন্সিলরদের মধ্যে ২৪ নম্বর ওয়ার্ডের মো. মোকাদ্দেস হোসেন জাহিদ, ৫৫ নম্বর ওয়ার্ডের মো. নুরে আলম ও সংরক্ষিত আসনের নিলুফার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।