নিজস্ব প্রতিবেদক: ঢাকার জজ কোর্ট চত্বরে মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারকের গাড়ির যন্ত্রাংশ চুরির সময় মো. রোহান (১৯) নামে এক তরুণকে আটক করা হয়ছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারকদের গাড়ির পার্কিং থেকে চুরির সময় তাকে আটক করেন চালক মো. নাসির উদ্দিন। পরে তাকে রাজধানীর কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়।
মহানগর দায়রা আদালতের একটি চালক কাজী সামছুল আলম বাহার জানান, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে বিচারকদের গাড়ি পার্কিং স্থানে ওই তরুণকে ঘোরাঘুরি করতে দেখা যায়। এরপর একটি গাড়ির কাছে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার ভান করতে থাকে সে। কিছুক্ষণ পরে তাকে ওই গাড়িটির বাইরের দিকে থাকা যন্ত্রাংশ খুলতে দেখা যায়। এ সময় চুরির মালামালসহ তাকে আটক করা হয়।
বিশেষ জজ আদালত-৪ এর গাড়ির চালক মো. ওমর ফারুক বলেন, ‘এর আগেও বিচারকদের পার্কিং স্থান থেকে একাধিকবার বিভিন্ন পার্টস চুরি হয়েছে। গাড়ির পার্টস চুরি হলে আমাদেরও অনেক কথা শুনতে হয়। কয়েকবার চেষ্টা করেও তাদের ধরতে পড়েনি। আজ হাতেনাতে একজনকে আটক করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘চোরেরা এই পার্টসগুলো বিক্রি করে মাত্র ২০০-৩০০ টাকায়। অথচ আমাদের এগুলো কিনতে হয় ৫-৬ হাজার টাকায়।’
এ বিষয়ে জানতে চাইলে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মিয়া বলেন, ‘সকালে বিচারকের গাড়ির পার্টস চুরির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। কোতোয়ালি থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে নিয়ে গেছে।’
কোতোয়ালী থানার উপপরিদর্শক এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিচারকের গাড়ির পার্টস চুরির ঘটনায় একজনকে আমরা হাতে পেয়েছি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালত হাজির করা হবে।’
এসি/আপ্র/০৯/১০/২০২৫