ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

আদালতে হুইল চেয়ার পাবেন অসুস্থ আসামিরা

  • আপডেট সময় : ০৮:৪৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

অসুস্থ আসামিদের জন্য আনা হুইল চেয়ার -ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) অসুস্থ আসামিদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে।

বুধবার (২৮ মে) ঢাকার সিএমএম কোর্ট হাজতখানায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান তিনটি হুইল চেয়ার প্রদান করেন। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রসিকিউশন) মো. তারেক জুবায়ের উপস্থিত ছিলেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক মানবাধিকার ও মৌলিক অধিকার সমুন্নত রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

হাজতে আগত অসুস্থ আসামিদের আদালতে উপস্থাপনের প্রক্রিয়া সহজ করতে হুইল চেয়ার বিশেষ ভূমিকা পালন করবে।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রসিকিউশন) মো. তারেক জুবায়ের বলেন, আদালতে পুলিশিং সেবা শতভাগ নিশ্চিত করতে অচল ও অসুস্থ আসামিদের জন্য হুইল চেয়ার সেবা একটি মাইলফলক। ভবিষ্যতে মানবাধিকার বিষয়ক যেকোনও সেবা নিশ্চিতে আমরা কাজ করবো।

অনুষ্ঠানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান, মো. সেফাত উল্লাহ ও মো. মিনহাজুর রহমান, ডিএমপির এডিসি (অ্যাডমিন-প্রসিকিউশন) মাঈন উদ্দিন চৌধুরী, এসি (প্রসিকিউশন) মো. মালিক নাজমুল হায়দার, এসি (অ্যাডমিন-প্রসিকিউশন) সৈয়দ মো. শহীদুল ইসলামসহ প্রসিকিউশন বিভাগের সব পুলিশ সদস্য এবং বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আদালতে হুইল চেয়ার পাবেন অসুস্থ আসামিরা

আপডেট সময় : ০৮:৪৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) অসুস্থ আসামিদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে।

বুধবার (২৮ মে) ঢাকার সিএমএম কোর্ট হাজতখানায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান তিনটি হুইল চেয়ার প্রদান করেন। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রসিকিউশন) মো. তারেক জুবায়ের উপস্থিত ছিলেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক মানবাধিকার ও মৌলিক অধিকার সমুন্নত রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

হাজতে আগত অসুস্থ আসামিদের আদালতে উপস্থাপনের প্রক্রিয়া সহজ করতে হুইল চেয়ার বিশেষ ভূমিকা পালন করবে।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রসিকিউশন) মো. তারেক জুবায়ের বলেন, আদালতে পুলিশিং সেবা শতভাগ নিশ্চিত করতে অচল ও অসুস্থ আসামিদের জন্য হুইল চেয়ার সেবা একটি মাইলফলক। ভবিষ্যতে মানবাধিকার বিষয়ক যেকোনও সেবা নিশ্চিতে আমরা কাজ করবো।

অনুষ্ঠানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান, মো. সেফাত উল্লাহ ও মো. মিনহাজুর রহমান, ডিএমপির এডিসি (অ্যাডমিন-প্রসিকিউশন) মাঈন উদ্দিন চৌধুরী, এসি (প্রসিকিউশন) মো. মালিক নাজমুল হায়দার, এসি (অ্যাডমিন-প্রসিকিউশন) সৈয়দ মো. শহীদুল ইসলামসহ প্রসিকিউশন বিভাগের সব পুলিশ সদস্য এবং বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।