ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

আদালতের আদেশ শিরোধার্য: বুয়েট উপাচার্য

  • আপডেট সময় : ০১:৫৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করে হাই কোর্ট যে আদেশ দিয়েছে, তা অনুসরণ করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার। তিনি বলেছেন , “কোর্ট যেটা বলবে- আমাদের সেটা মানতে হবে। কোর্টের আদেশ শিরোধার্য। আদালত অবমাননা আমরা করতে পারব না।“
আদালতের রায়ের পর গতকাল সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য এ কথা বলেন। ২০১৯ সালে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার পর আন্দোলনের মুখে ওই ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হয়। এক ছাত্রলীগ নেতার করা রিট আবেদনে ওই নিষেধাজ্ঞার কার্যকারিতা সোমবার স্থগিত করে আদেশ দেয় হাই কোর্ট। এর ফলে দেশে প্রকৌশল শিক্ষার শীর্ষ এ বিদ্যাপীঠে ছাত্র রাজনীতি চর্চায় আর কোনো বাধা থাকছে না। উপাচার্য বলেন, “কোর্ট যেটা বলবে আমরা সেটা করতে রাজি আছি। আদালতের এই বিষয়ে ক্ষমতা আছে। তারা আমাদের যে নির্দেশনা দেবে, তা আমরা মেনে চলব।“
বুয়েটে ছাত্র রাজনীতি চালু হলে পরিবেশ ঠিক থাকবে কি না-এমন প্রশ্নে উপাচার্য বলেন, “রাজনৈতিক পরিবেশ ঠিক রাখার জন্য ছাত্র-শিক্ষক, প্রশাসন সবাই মিলে সিদ্ধান্তে আসতে হবে। সেজন্য আমাদের আলোচনা প্রয়োজন। “আগে ইউকসু তথা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন ছিল। এখন তার কার্যক্রম বন্ধ আছে। শিক্ষক-শিক্ষার্থীরা কী চায়, তা বিবেচনায় নিয়ে একটা কিছু করতে হবে।”

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালতের আদেশ শিরোধার্য: বুয়েট উপাচার্য

আপডেট সময় : ০১:৫৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করে হাই কোর্ট যে আদেশ দিয়েছে, তা অনুসরণ করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার। তিনি বলেছেন , “কোর্ট যেটা বলবে- আমাদের সেটা মানতে হবে। কোর্টের আদেশ শিরোধার্য। আদালত অবমাননা আমরা করতে পারব না।“
আদালতের রায়ের পর গতকাল সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য এ কথা বলেন। ২০১৯ সালে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার পর আন্দোলনের মুখে ওই ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হয়। এক ছাত্রলীগ নেতার করা রিট আবেদনে ওই নিষেধাজ্ঞার কার্যকারিতা সোমবার স্থগিত করে আদেশ দেয় হাই কোর্ট। এর ফলে দেশে প্রকৌশল শিক্ষার শীর্ষ এ বিদ্যাপীঠে ছাত্র রাজনীতি চর্চায় আর কোনো বাধা থাকছে না। উপাচার্য বলেন, “কোর্ট যেটা বলবে আমরা সেটা করতে রাজি আছি। আদালতের এই বিষয়ে ক্ষমতা আছে। তারা আমাদের যে নির্দেশনা দেবে, তা আমরা মেনে চলব।“
বুয়েটে ছাত্র রাজনীতি চালু হলে পরিবেশ ঠিক থাকবে কি না-এমন প্রশ্নে উপাচার্য বলেন, “রাজনৈতিক পরিবেশ ঠিক রাখার জন্য ছাত্র-শিক্ষক, প্রশাসন সবাই মিলে সিদ্ধান্তে আসতে হবে। সেজন্য আমাদের আলোচনা প্রয়োজন। “আগে ইউকসু তথা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন ছিল। এখন তার কার্যক্রম বন্ধ আছে। শিক্ষক-শিক্ষার্থীরা কী চায়, তা বিবেচনায় নিয়ে একটা কিছু করতে হবে।”