নিজস্ব প্রতিবেদক: ঢাকার আদবর এলাকায় ‘রাস্তা পার হওয়ার সময় নিখোঁজ’ ১১ বছরের শিশু আরাবি ইসলাম সুবার সন্ধান মিলেছে নওগাঁয়।
স্বেচ্ছায় এক কিশোরের সঙ্গে ‘পালিয়ে যাওয়া’ সুবা বর্তমানে ওই কিশোরের পরিবারের হেফাজতেই রয়েছে বলে জানিয়েছেন আদাবর থানার ওসি এস এম জাকারিয়া।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে তিনি বলেন, এক ছেলের সঙ্গে সুবা স্বেচ্ছায়ই পালিয়ে গেছে, যেটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল। এখন সে ওই ছেলের বাড়িতেই রয়েছে। আমরা এখনও তাকে হাতে পাইনি, মেয়ের বাবাসহ পরিবার সেখানে যাচ্ছে। তারা পৌঁছার আগে আমাদের কাছে দিতে ছেলের পরিবারকে মানা করেছেন মেয়ের বাবা। এখন মেয়ের পরিবারই ছেলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের মতো দেখছেন।
১১ বছর বয়সী সুবার সন্ধান চেয়ে সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা ইমরান রাজিব।
রাতে ইমরান রাজিব বলেন, আরাবি বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্ত্রীর ক্যান্সারের চিকিৎসায় দুই মাস ধরে ঢাকায় বোনের (সুবার ফুফু) বাড়িতে আছি।
রোববার সন্ধ্যায় ফুফাত ভাইয়ের সঙ্গে বাইরে বের হয় সুবা। রাস্তা পার হওয়ার সময় ফুফাত ভাই কিছুটা আগে চলে যায়। পরে সে পেছনে ফিরে দেখে সুবা নেই। নেই তো নেই।
ইমরান একটি লঞ্চে চাকরি করেন জানিয়ে বলেন, আমরা আদাবর থানায় সন্ধ্যায় জিডি করলাম। এখন পুলিশ বলছে তারা চেষ্টা করছে।
পুলিশের এক কর্মকর্তা তখন বলেন, তারা টোকিও স্কয়ারের সামনের একটি ভিডিও ফুটেজে সুবাকে দেখতে পেয়েছেন। সেখানে সুবার ফুফাত ভাই ছাড়া আরেকজনও ছিল। তারা হাঁটতে হাঁটতে ওই ক্যামেরার ফ্রেমের বাইরে চলে যায়। পুলিশ আরও ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। শিশুটির ছবিসহ নিখোঁজের খবর ফেসবুকেও ছড়িয়ে পড়ে। অনেকেই তার সন্ধানে সহযোগিতা চেয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছিলেন।